Shilpa Shetty Became Mother: কন্যা সন্তানের মা হলেন শিল্পা শেট্টি
ফের মা হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty Kundra)। শুক্রবার সকালেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মেয়ের ছবিও শেয়ার করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন সমিশা (Samisha)। সারোগেসির মাধ্যমেই রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং শিল্পা ঘরে আনেন কন্যা সমিশাকে। শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাতের এক ঝলক ছবি শেয়ার করে শিল্পা লেখেন, “ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেট্টি কুন্দ্রা।"
মুম্বই, ২১ ফেব্রুয়ারি: ফের মা হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty Kundra)। শুক্রবার সকালেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মেয়ের ছবিও শেয়ার করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন সমিশা (Samisha)। সারোগেসির মাধ্যমেই রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং শিল্পা ঘরে আনেন কন্যা সমিশাকে। শুক্রবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সদ্যজাতের এক ঝলক ছবি শেয়ার করে শিল্পা লেখেন, “ভগবান আমাদের প্রার্থনা শুনেছেন। অশেষ কৃতজ্ঞতা থেকে জানাচ্ছি আমাদের ঘরে নতুন সদস্যের আগমন হয়েছে। কুন্দ্রা পরিবারের কনিষ্ঠতম সদস্য— সমিশা শেট্টি কুন্দ্রা।"
ওই পোস্টে সমিশা কথার অর্থও বিষদে জানিয়েছেন শিল্পা। তিনি লিখেছেন, সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। এবং ‘মিশা’ একটি রুশ শব্দ যার অর্থ ‘ভগবানের মতো কেউ (Like God)’। সমিশা কথার অর্থ ‘ভগবানের মতো কাউকে পাওয়া’। ওই পোস্টে নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন বলি পাড়ার তাবড় সেলেবরাও। ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০১২-তে তাঁদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়। আর এবার এক কন্যা সন্তানের অভিভাবক হলেন তাঁরা। আরও পড়ুন: Kalki Koechlin Become Mother: মা হলেন কল্কি কোয়েচলিন
১৫ ফেব্রুয়ারি জন্ম হয় সামিশার। সদ্যোজাত মেয়ের (Baby Girl) ছবি পোস্ট করে শিল্পা আরও লেখেন, বাড়িতে জুনিয়র এসএস কে এসেছে! সবাই আমাদের ছোট্ট পরীকে আশীর্বাদ করুন।