Sharmaji Namkeen Trailer: মুক্তি পেল 'শর্মাজি নমকীন'-এর ট্রেলার, জীবনের শেষ চরিত্রে রান্নাঘরকেই ভালবাসলেন ঋষি কাপুর

চাকরি থেকে অবসরগ্রহণের পর কীভাবে দিন কাটাবেন, তাই ভেবে শর্মাজি ওরফে ঋষি কাপুর চাট কর্ণার খোলার সিদ্ধান্ত নেন। যা তাঁর দুই ছেলে মেনে নিতে পারেননি। অন্যদিকে পরেশ রাওয়ালের ক্ষেত্রেও একই অবস্থা।

Rishi Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৭ মার্চ: মুক্তি পেল শর্মাজি নমকীন-এর (Sharmaji Namkeen) ট্রেলার। যেখানে ঋষি কাপুর (Rishi Kapoor) এবং পরেশ রাওয়ালকে (Paresh Rawal) একসঙ্গে শর্মাজির ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। ঋষি কাপুর এবং পরেশ রাওয়ালের পাশাপাশি এই ছবিতে জুহি চাওলার (Juhi Chawla) দেখা মেলে। চাকরি থেকে অবসরগ্রহণের পর কীভাবে দিন কাটাবেন, তাই ভেবে শর্মাজি ওরফে ঋষি কাপুর চাট কর্ণার খোলার সিদ্ধান্ত নেন। যা তাঁর দুই ছেলে মেনে নিতে পারেননি। অন্যদিকে পরেশ রাওয়ালের ক্ষেত্রেও একই অবস্থা। অবসরগ্রহণের পর দুই শর্মা কী করবেন, তা নিয়েই তৈরি শর্মাজি নমকীন। ঋষি কাপুরের মৃত্যুর পর এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উৎসাহ। শুধু তাই নয়, শর্মাজি নমকীনের ট্রেলার দেখে ঋষি অনুরাগীরা চোখে জল ধরে রাখতে পারেননি। দেখুন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি শর্মাজি নমকীন-এর ঝলক প্রকাশ্যে আসার পর আবেগপ্লুত হয়ে পড়েন ঋষি-কন্যা রিদ্ধিমা কাপুর। যা দেখেও আবেগে আপ্লুত হয়ে পড়েন অবিনেতার অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন: Giriraj Singh: 'হিন্দুরা নিজেদের অধিকারের জন্য না লড়লে, বাংলা পরবর্তী কাশ্মীর হতে পারে', কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

প্রসঙ্গত ৩১ মার্চ অ্যামজন প্রাইমে মুক্তি পাচ্ছে শর্মাজি নমকীন।