Shah Rukh Khan's 54 Birthday: ৫৩ পেরিয়েও জেন- ওয়াই তরুণীর ড্রিম বয় শাহরুখ খান...কিং খানের সম্পর্কে এই ১০ তথ্য জানতেন?

শাহরুখ খান (Shah Rukh Khan)...নামটাই যথেষ্ট পাশের বাড়ির মেয়েটি থেকে বলিউডের যে কোন নায়িকার (Bollywood Actress) রাতের ঘুম উড়ে যাওয়ার জন্য। যাকে নিয়ে আলাদা করে কিছু বলার থাকতেই পারেনা। কারণ তিনিই একমাত্র তাঁর নিজের উদাহরণ। তাঁর বিকল্প কেবল তিনি নিজে। অসাধারণ অভিনয় দিয়ে যিনি রাজ করছেন অগণিত ভক্তের (Fan) মনে। আজ ২ নভেম্বর জন্মদিন রোম্যান্স কিং (Romance King) শাহরুখ খানের। ৫৩ পেরিয়ে ৫৪ তে পা দিলেন তিনি। তবুও জেন- ওয়াই তরুণীর ড্রিম বয় (Dream Boy) তিনি। তাঁর জন্মদিনে শুভেচ্ছা (Birthday Wish) জানাতে শনিবার সক্কাল সক্কাল মন্নতের (Mannat) সামনে হাজির হয়েগেছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র তাঁকে এক ঝলক দেখবার জন্য।

শাহরুখ খান (Photo Credits: File Photo)

শাহরুখ খান (Shah Rukh Khan)...নামটাই যথেষ্ট পাশের বাড়ির মেয়েটি থেকে বলিউডের যে কোন নায়িকার (Bollywood Actress) রাতের ঘুম উড়ে যাওয়ার জন্য। যাকে নিয়ে আলাদা করে কিছু বলার থাকতেই পারেনা। কারণ তিনিই একমাত্র তাঁর নিজের উদাহরণ। তাঁর বিকল্প কেবল তিনি নিজে। অসাধারণ অভিনয় দিয়ে যিনি রাজ করছেন অগণিত ভক্তের (Fan) মনে। আজ ২ নভেম্বর জন্মদিন রোম্যান্স কিং (Romance King) শাহরুখ খানের। ৫৩ পেরিয়ে ৫৪ তে পা দিলেন তিনি। তবুও জেন- ওয়াই তরুণীর ড্রিম বয় (Dream Boy) তিনি। তাঁর জন্মদিনে শুভেচ্ছা (Birthday Wish) জানাতে শনিবার সক্কাল সক্কাল মন্নতের (Mannat) সামনে হাজির হয়েগেছেন অসংখ্য মানুষ। শুধুমাত্র তাঁকে এক ঝলক দেখবার জন্য।

জন্মদিনের শুভেচ্ছা উপছে পড়েছে অভিনেতার সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলেও। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও (CM Mamata Banerjee)। জনপ্রিয় এই অভিনেতার জন্মদিনে চলুন আপনাদের জানাই ওনার সম্পর্কে ১০ অজানা তথ্য (Unknown Facts)। আরও পড়ুন: শাহরুখ খান যেভাবে ঘরের বাইরে বেরিয়ে এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন (দেখুন মান্নাতে কিং খানের ছবি)

আগামী ৮ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনে আসছেন শাহরুখ সহ বিগ বি অভিতাভ বচ্চন (Amitabh Bachchan)।



@endif