Shah Rukh Khan Threat Case: শাহরুখকে হুমকি, চমকে ওঠা তথ্য প্রকাশ্যে, পুরনো ঘটনার যোগ খতিয়ে দেখছে পুলিশ

ছত্তিশগড়ের বাসিন্দা ওই আইনজীবী ফৈজ়ান দাবি করেন, তাঁর মোবাইল চুরি হয়ে গিয়েছে গত ২ নভেম্বর। সে বিষয়ে তিনি অভিযোগও দায়ের করেছেন। ফলে তাঁর মোবাইল চুরি করে কে শাহরুখ খানকে হুমকি দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন ফৈজ়ান।

Shah Rukh Khan (Photo Credit: X)

মুম্বই, ৮ নভেম্বর: সলমনের পর শাহরুখ খানকে (Shah Rukh Khan)  হুমকি দেওয়া হয়েছে। ফৈজ়ান খান নামে এক ব্যক্তির মোবাইল নম্বর থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয় বলে খবর। যদিও ছত্তিশগড়ের বাসিন্দা ওই আইনজীবী ফৈজ়ান দাবি করেন, তাঁর মোবাইল চুরি হয়ে গিয়েছে গত ২ নভেম্বর। সে বিষয়ে তিনি অভিযোগও দায়ের করেছেন। ফলে তাঁর মোবাইল চুরি করে কে শাহরুখ খানকে হুমকি (Threat To Shah Rukh Khan) দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন ফৈজ়ান। শাহরুখকে যখন ফোন করে হুমকি দেওয়া হয়, সেই সময় তিনি ডাবিং স্টু়ডিয়োর বাইরে ছিলেন। ওই সময় ফোন করে ৫০ লক্ষ দিতে হবে বলে কিং খানকে হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন: Shah Rukh Khan: শাহরুখকে খুনের হুমকি ফৈজ়ানের ফোন থেকে, পুলিশের খোঁজে উঠে আসা ব্যক্তি কী জানালেন

রিপোর্টে প্রকাশ, যে ফৈজ়ানের মোবাইল থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়, তাঁর সম্পর্কে ১৯৯৪ সালে একটি বিষয় চোখে পড়ে পুলিশের। ওই সালে ফৈজ়ান খান নামে ওই ব্যক্তি আনজাম ছবির একটি সংলাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যে সংলাপে শাহরুখ খান তাঁর পরিচারককে গাড়িতে রাখা হরিণের দেহ রাখা নিয়ে কথা বলেন। আনজামে শাহরুখ খানের ওই সংলাপ বিষ্ণোই সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছিল বলে ওই সময় তিনি দাবি করেন। তাঁর বহু বন্ধু বিষ্ণোই সম্প্রদায়ের বলেও ওই সময় দাবি করেন ফৈজ়ান।

পুরনো ঘটনার সঙ্গে শাহরুখকে হুমকির বিষয়টি কোনওভাবে জড়িত কি না, তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।



@endif