Shah Rukh Khan: জেল থেকে বেরিয়ে আরও চুপ আরিয়ান, ছেলেকে স্বাভাবিক ছন্দে ফেরাতে 'লাইফ কোচের' দ্বারস্থ শাহরুখ

আরিয়ানই আরফিনের প্রথম মক্কেল, তা নয়। এর আগে হৃতিক রোশনকেও কাউন্সেলিং করান আরফিন। সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন হৃতিক। ওই সময় হৃতিককে বেশি করে কেরিয়ারে 'ফোকাস' করাতে সাহায্য করেন আরফিন।

Shah Rukh Khan, Aryan Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ নভেম্বর: আরিয়ানের (Aryan Khan) জন্য বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান। মাদক মামলায় জামিন পাওয়ার পর থেকে আরিয়ান ঘর থেকেই বের হচ্ছেন না। কোনও বন্ধুর সঙ্গেও দেখা করতে চাইছেন না আরিয়ান। শাহরুখ পুত্র যেন আরও শান্ত হয়ে গিয়েছেন। ছেলেকে 'ট্রমা' কাটাতে এবার নয়া সিদ্ধান্ত নিচ্ছেন শাহরুখ, গৌরী। লাইফ কোচ আরফিন খানের দ্বারস্থ শাহরুখ, গৌরী। যে খবর প্রকাশ্যে আসতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

আরিয়ানই আরফিনের প্রথম মক্কেল, তা নয়। এর আগে হৃতিক রোশনকেও (Hrithik Roshan) কাউন্সেলিং করান আরফিন। সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন হৃতিক। ওই সময় হৃতিককে বেশি করে কেরিয়ারে 'ফোকাস' করাতে সাহায্য করেন আরফিন। হৃতিকের পর এবার আরফিনের হেফাজতে আরিয়ান খান।

আরও পড়ুন: Jammu And Kashmir: কাশ্মীরে শিক্ষক খুন, নির্বিচারে স্থানীয়দের হত্যায় জড়িত পাক জঙ্গি খতম সেনার গুলিতে

শাহরুখের ঘনিষ্ঠ মহলের কথায়, আরিয়ান বরাবরই অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে। কোনওদিনই ক্যামেরা, লাইটের সামনে আসতে চান না তিনি। মাদক মামলায় জামিন পাওয়ার পর বাড়ি ফিরে আরিয়ান যেন আরও চুপচাপ হয়ে গিয়েছেন। ছেলেকে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরাতে এবার আরফিন খানের সাহায্য চাইছেন শাহরুখ খান, গৌরী খান।