RIP Sushant Singh Rajput: 'প্রকৃত বন্ধু' অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকপ্রকাশ ইজরায়েল বিদেশ মন্ত্রকের
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে শোকপ্রকাশ করছেন দেশ বিদেশের ভক্তরা। সেই তালিকায় জুড়ল ইজরায়েল (Israel)। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে এক টুইটবার্তায় সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন (Gilad Cohen) টুইটে লিখেছেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমার গভীর সমবেদনা। সুশান্ত ইজরায়েলের প্রকৃত বন্ধু। আপনাকে মিস করব!"
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে শোকপ্রকাশ করছেন দেশ বিদেশের ভক্তরা। সেই তালিকায় জুড়ল ইজরায়েল (Israel)। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে এক টুইটবার্তায় সুশান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন (Gilad Cohen) টুইটে লিখেছেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমার গভীর সমবেদনা। সুশান্ত ইজরায়েলের প্রকৃত বন্ধু। আপনাকে মিস করব!"
শোকবার্তা ছাড়াও গিলাদ কোহেন একটি ইউটিউব ভিডিয়ো লিঙ্ক শেয়ার করেছেন। ভিডিয়োটি সুশান্ত অভিনীত ড্রাইভ সিনেমার 'মাখনা' গানের। গানের ভিডিয়োটি ইজরায়েলে শুট করা হয়েছে। আরও পড়ুন: Sushant Singh Rajput: Suicide or Murder? 'স্বজনপোষণ'-সহ ইন্ডাস্ট্রির সিক্রেট ফাঁস হবে এই ছবিতে, জানালেন পরিচালক
এদিকে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী চুক্তি ছিল, তা জানতে চেয়ে যশ রাজ ফিল্মসকে সমন পাঠাল মুম্বই পুলিশ। দ্বিপাক্ষিক সেই চুক্তির বিস্তারিত থানায় পাঠাতে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। শুক্রবার এমনটাই জানিয়েছেন মুম্বই পুলিশের (Mumbai Police) এক কর্তা।