Ranbir Kapoor-Alia Bhatt Wedding: রণবীর-আলিয়ার বিয়ের আগের অনুষ্ঠানে হাজির নীতু কাপুর, রিদ্ধিমা কাপুররা, দেখুন

রণবাীর কাপুরকে বলিউডের অন্যতম 'প্রাইভেট পার্সন' বলা হয়। ফলেে বিয়ের অনুষ্ঠান যে একেবারে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই সম্পন্ন হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Neetu Kapoor, Riddhima Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ এপ্রিল: রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের আগের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। রণবীর-আলিয়ার মেহেন্দির অনুষ্ঠান আজ বিকেলে। তারকা জুটির বিয়ের আগের তোড়জোড়ে ব্যস্ত পরিবারের সদস্যরা। রণলিয়ার মেহেন্দির আগে গণেশ পুজো উপলক্ষ্যে সেখান হাজির হতে শুরু করেন রিমা জৈন থেকে শুরু করে আলিয়ার পরিবারের সদস্যরা। এবার দেখা গেল নীতু কাপুর (Neetu Kapoor) এবং রিদ্ধিমা কাপুরকে। সালওয়ার কামিজে সেজে নীতু এবং রিদ্ধিমাকে একযোগে চেম্বুরে যেতে দেখা যায়। নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর এবং সামারাকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতে শুরু করে। পাপারাৎজি নীতুর গাড়ি ঘিরে ধরলে, রণবীরের মা-ও হাত জোড় করে প্রত্যেককে প্রতি নমস্কার জানান। দেখুন সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

রণবাীর কাপুরকে বলিউডের অন্যতম 'প্রাইভেট পার্সন' বলা হয়।  ফলেে বিয়ের অনুষ্ঠান যে একেবারে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই সম্পন্ন হবে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: Pakistan: ইমরান খানের সমর্থনে পাকিস্তানে ইফতার পার্টিতে ধুন্ধুমার, বৃদ্ধকে টেনেহিঁচড়ে বের করলেন বিরোধীরা

শোনা যাচ্ছে, রণবীর, আলিয়ার বিয়ের অনুষ্ঠানে মাত্র ২৮ জন উপস্থিত থাকছেন।  যদিও এ বিষয়েও তারকা জুটি কোনও মন্তব্য করেননি।



@endif