Rajinikanth Hospitalised: গুরুতর অসুস্থ রজনীকান্ত, ভর্তি হলেন হাসপাতালে
এবার হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। শুক্রবার সকালে তাঁকে হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্চ রক্তচাপ জনিত কারণে এদিন নিদারুণ অসুস্থ বোধ করেন থালাইভা। সঙ্গে সঙ্গেই তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দিন দুয়েক আগেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার গুজব রটেছিল। এই কারণে স্থগিত হয়ে গিয়েছে অভিনেতার নতুন ছবি আন্নাথের শ্যুটিং।
হায়দরাবাদ, ২৫ ডিসেম্বর: এবার হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। শুক্রবার সকালে তাঁকে হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। উচ্চ রক্তচাপ জনিত কারণে এদিন নিদারুণ অসুস্থ বোধ করেন থালাইভা। সঙ্গে সঙ্গেই তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। দিন দুয়েক আগেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার গুজব রটেছিল। এই কারণে স্থগিত হয়ে গিয়েছে অভিনেতার নতুন ছবি আন্নাথের শ্যুটিং। তাঁর ইউনিটের সাতজনের শরীরে করোনার জীবাণু মিলতেই শ্যুটিং বন্ধ করে দেওয়া হয় অনির্দিষ্ট কালের জন্য। আরও পড়ুন-Atal Bihari Vajpayee 96th Birth Anniversary: অটল বিহারী বাজপেয়ীর ৯৬-তম জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এই খবর প্রকাশ্যে আসতেই থালাইভার শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়ে ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জিজ্ঞাসায় উপচে পড়ে কমেন্ট বক্স। সম্প্রতি করোনায় আক্রান্ত হন অভিনেত্রী রকুল প্রীত সিং। কোভিড পজিটিভ হওয়ার পর রকুল বর্তমানে নিজের বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন বলে খবর। রকুলের পাশাপাশি সম্প্রতি বরুণ ধাওয়ান, নীতু কাপুররাও করোনায় আক্রান্ত হন। যদিও নীতু কাপুর এবং বরুণ ধাওয়ানের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর বর্তমানে ফের তাঁরা যুগ যুগ জিয়োর শ্যুটিং শুরু করেছেন।