Priyanka Chopra: পুণের বাংলো ভাড়া দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া? ৬ লক্ষ ডিপোজিটে প্রতি মাসে কত করে নেবেন অভিনেত্রী

রিপোর্টে প্রকাশ, প্রিয়াঙ্কা চোপড়াদের ভারতে যেকটি সম্পত্তি রয়েছে,তার মধ্যে অন্যতম অভিনেত্রীর পুণের বাংলো। যা এবার ২.০৬ লক্ষ টাকায় ভাড়া দিচ্ছেন অভিনেত্রী।

Priyanka Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ এপ্রিল: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) নাকি নিজের পুণের বাংলো এবার ভাড়া দিচ্ছেন? এমনই  একটি খবরের জেরে গুঞ্জন শুরু হয় জোরদার। রিপোর্টে প্রকাশ, প্রিয়াঙ্কা চোপড়াদের ভারতে যেকটি সম্পত্তি রয়েছে,তার মধ্যে অন্যতম অভিনেত্রীর পুণের বাংলো। যা এবার ২.০৬ লক্ষ টাকায় ভাড়া দিচ্ছেন অভিনেত্রী। শুধু তাই নয়, পুণের এই বাংলো ভাড়া নিতে গেলে প্রথমে সেই ব্যক্তিকে ৬ লক্ষ টাকা জমা করতে হবে। এরপর প্রতি মাসে ২.০৬ লক্ষ করে টাকা ভাড়া তাঁকে গুনতে হবে বলে খবর।

আরও পড়ুন: Priyanka Chopra - Nick Jonas: লস এঞ্জেলসের বাড়ি ছাড়তে বাধ্য হলেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস?

৩৭৫৪ স্কয়ার ফিট এলাকা জুড়ে অভিনেত্রীর এই বাংলো। যদিও চোপড়া পরিবারের তরফে এ বিষয়ে কিছু জানা যায়নি। পুণের পাশাপাশি মুম্বইতে প্রিয়াঙ্কাদের একটি বিপুল আয়তনের বাড়ি রয়েছে। সেই সঙ্গে গোয়াতেও তাঁদের বাগান বাড়ি রয়েছে বলে খবর।



@endif