Priyanka Chopra: 'এক্সপেক্টিং'? খুশির খবর প্রিয়াঙ্কা-নিকের জীবনে, কী বললেন অভিনেত্রী

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের বিচ্ছেদের গুজব ছড়াতেই তা উড়িয়ে দেন এই দম্পতি। জোনাস ব্রাদারদের একটি শোয়ে হাজির হয়ে প্রিয়াঙ্কা বলেন, তাঁরা পান করে মদ্যপ হতে চান এবং পরদিন ঘুমোতে চান। ওই উদাহরণ দিতে গিয়েই তাঁরা 'এক্সপেক্টিং' বলে একটি শব্দ ব্যবহার করেন।

Priyanka Chopra, Nick Jonas (Photo Credits: Instagram)

মুম্বই, ২৪ নভেম্বর:  প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)এবং নিক জোনাস তাঁদের জীবনের অন্যতম সেরা উপহারের জন্য অপেক্ষা করছেন? তাহলে কি মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া? অভিনেত্রী কি সন্তানসম্ভবা? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে অভিনেত্রী যখন 'এক্সপেক্টিং' বলে জানান। প্রিয়াঙ্কার ওই মন্তব্যের পর কার্যত তোলপাড় হয়ে যায়। বিষয়টি এবার খোলসা করেই বলা যাক।

প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের (Nick Jonas) বিচ্ছেদের গুজব ছড়াতেই তা উড়িয়ে দেন এই দম্পতি। জোনাস ব্রাদারদের একটি শোয়ে হাজির হয়ে প্রিয়াঙ্কা বলেন, তাঁরা পান করে মদ্যপ হতে চান এবং পরদিন ঘুমোতে চান। ওই উদাহরণ দিতে গিয়েই প্রিয়াঙ্কা 'এক্সপেক্টিং' বলে একটি শব্দ ব্যবহার করেন। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  SSC: এসএসসি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের, এখনই তদন্ত করতে পারবে না সিবিআই

এদিকে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu Chopra) বলেন,   নিকের সঙ্গে পিগির বিচ্ছেদের যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি গুজব। এই ধরনের গুজব যাতে কেউ না ছড়ান সে বিষয়ে আবেদন করেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।