Poonam Pandey Dies: পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়াতেই 'নিখোঁজ' অভিনেত্রীর গোটা পরিবার, রহস্য ঘনাচ্ছে
হঠাৎ করে পুনমের কী হল, কীভাবে চলে গেলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা ছড়ালে পিআর টিম জানায়, অভিনেত্রীর বোন প্রথম ফোন করে তাঁদের এই খবর জানান। তবে পুনমের বোন বা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, কাউকে পাওয়া যায়নি।
মুম্বই, ২ ফেব্রুয়ারি: পুনম পান্ডের (Poonam Pandey) মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছড়াতে শুরু করেছে। পুনম পান্ডের মৃত্যুর খবর অভিনেত্রীর পিআর টিমের তরফে প্রথম শেয়ার করা হয়। পুনমের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় তোলপাড়। হঠাৎ করে পুনমের কী হল, কীভাবে চলে গেলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা ছড়ালে পিআর টিম জানায়, কানপুর থেকে অভিনেত্রীর বোন প্রথম ফোন করে তাঁদের এই খবর জানান। তবে পুনমের বোন বা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, কাউকে পাওয়া যায়নি।
পুনম পান্ডের কানপুরের বাড়িতে যাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তাঁদের কারও ফোন সুইচ অফ বলে, আবার কেউ পরিসীমার বাইরে বলে জানান দেয়। যা নিয়ে ফের গুঞ্জন ছড়াতে শুরু করে বলে জানানো হয় ইন্ডিয়া টুডের তরফে।
আরও পড়ুন: Poonam Pandey Dies: কে পুনম পান্ডে? জানুন বলিউডের বিতর্কিত অভিনেত্রীকে
পুনম পান্ডের মৃত্যুর পর কেন তাঁর কানপুরের বাড়ির কারও খোঁজ মিলছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পুনম পান্ডের পরিবারের কাউকে কেন ফোনে ধরা যাচ্ছে না, তা নিয়েও ধ্বন্দ বাড়তে শুরু করে। যদিও এখনও পুনম পান্ডের পরিবার কিংবা তাঁর পিআর টিমের তরফে পালটা কিছু জানানো হয়নি।