Manoj Bajpayee: 'নিম্ন রুচির মানুষ', সুনীল পালের কটাক্ষে হেসে 'খুন' মনোজ বাজপায়ী
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হন সুনীল পাল। সেখানে তিনি বলেন, মনোজ বাজপায়ীর মতো নিম্নমানের মানুষ তিনি আর দেখেননি।
মুম্বই, ৩১ জুলাই: মানুষের কাছে কাজ নেই। তাই ওঁরা এই ধরনের কথা বলছেন। এমন ধরনের কথা যিনি বলছেন, তাঁর এই সময় যোগ করে মনকে শান্ত করা উচিত। সুনীল পালের মন্তব্য় ঘিরে জোরদার শোরগোল শুরু হলে, এভাবেই পালটা মন্তব্য করেন মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হন সুনীল পাল (Sunil Pal)। সেখানে তিনি বলেন, মনোজ বাজপায়ীর মতো নিম্ন রুচির মানুষ তিনি আর দেখেননি। হতে পারেন, মনোজ ভালমানের অভিনেতা, তবে ওঁর মতো নীচু রুচির মানুষ তিনি আর দেখেননি। মনোজ বাজপায়ীর পাশাপাশি পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজউদ্দিন সিদ্দিকীদেরও একইবাবে আক্রমণ করেন সুনীল পাল।
আরও পড়ুন: Shilpa Shetty: 'শিল্পাকে একা থাকতে দিন, প্রকাশ্যে ওঁর সম্মানহানি করবেন না'
এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন মনোজ বাজপায়ী। এমনকী, সুনীল পালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে, তিনি হাসতে শুরু করেন প্রথমে। তারপর সুনীলের যোগ করা উচিত বলে পরামর্শ করেন 'দ্য ফ্যামিলি ম্যান' (The Family Man) অভিনেতা।