Lata Mangeshkar Death Anniversary: জন্মের পর লতা মঙ্গেশকরের নাম রাখা হয় হেমা, কেন পালটানো হল সেই নাম? 

Lata Mangeshkar (Photo Credits: Instagram)

মুম্বই, ৬ ফেব্রুয়ারিঃ ৬ ফেব্রুয়ারি, ২০২২ বিশ্ববাসী তথা গোটা সঙ্গীত জগতের কাছে এক ব্যাপক ক্ষতির দিন। যে ক্ষতি কখনও কোন জন্মেই পূরণ হওয়ার নয়। দেশবাসীকে কাঁদিয়ে সুরের জগতে এক আকাশ শূন্যতা সৃষ্টি করে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন কোকিল কণ্ঠি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Death Anniversary)। লতাজির মৃত্যুতে যেন কেঁদে উঠেছিল সঙ্গীতের প্রতিটা বাদ্যযন্ত্র। শিল্পীর মৃত্যু হলেও তাঁর রেখে যাওয়া শিল্প আগামী কয়েক প্রজন্মকে সঙ্গীত এবং সুরের প্রকৃত অর্থ বুঝিয়ে যাবে।

আরও পড়ুনঃ  প্রথম মৃত্যুবার্ষিকীতে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা বালি শিল্পী সুদর্শন পট্টনায়কের (দেখুন ছবি)

অনেকেই জানেন না, লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) যখন জন্মেছিলেন তখন তাঁর নাম লতা ছিল না। অন্য নাম রাখা হয়েছিল তাঁর। কিন্তু পরবর্তীকালে সেই নাম পরিবর্তন করে রাখা হয় লতা। জন্মের পর তাঁর নাম রাখা হয়েছিল হেমা। নাট্যশিল্পী দিনানাথ মঙ্গেশকর একবার ‘ভববন্ধন’ বলে এক নাটকে অভিনয় করেছিলেন। সেই নাটকে এক নারী চরিত্র ছিল লতিকা। সেই নাম এতোই পছন্দ হয়েছিল তাঁর যে মেয়ের নাম হেমা থেকে বদলে রেখে দিলেন লতা। সেই থেকেই ছোট্ট হেমা হয়ে উঠলেন লতা মঙ্গেশকর।

২৮ সেপ্টেম্বর ১২২৯ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নিয়েছিলেন লতাজি (Lata Mangeshkar)। তাঁর বাবা দিনানাথ মঙ্গেশকর ছিলেন একজন ক্লাসিকল সঙ্গীতশিল্পী। একাধারে একজন নাট্য শিল্পীও। বাবা নাট্যশিল্পী হওয়ার দরুন মাত্র ৫ বছর বয়স থেকেই থিয়েটারের মঞ্চে অভিনয় শুরু লতা মঙ্গেশকরের। বাবার থেকে ক্লাসিকল মিউজিকের তালিম নেওয়া শুরু করেন খুদে বয়স থেকেই। সাল ১৯৩৮, ৮ বছর বয়সে প্রথম মঞ্চে উঠে গান গেয়েছিলেন লিতাজি। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারিয়ে শুরু হয় তাঁর সঙ্গীত জগতের যাত্রা। রেডিওর জন্যে প্রথম বার স্টুডিয়োতে গিয়ে দুটি গান রেকর্ড করেছিলেন তিনি।

হিন্দি, মারাঠি, বাংলা একাধিক ভাষায় গান গেয়ে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) তাঁর সুরের জাদু ছড়িয়ে দিয়েছিলেন দেশের কোনায় কোনায়। ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে সহ একাধিক বড় বড় পুরস্কার নিজের গোটা সঙ্গীত কেরিয়ারে অর্জন করেছিলন তিনি।