Akshay Kumar: হাতে সিগারেট, তামাকের বিজ্ঞাপন থেকে সরার পর ভাইরাল অক্ষয়ের পুরনো ছবি

পুরনো ওই বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে জ্বলন্ত সিগারেট হাতে দেখা যায় বলে সেই ছবি নিয়ে অনেকে কটাক্ষ করেন। যদিও বলিউডের 'খিলাড়ি কুমার' এ বিষয়ে এখনও পালটা কোনও মন্তব্য করেননি।

Akshay Kumar (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ এপ্রিল:  তামাকের বিজ্ঞাপন নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। শুধু তাই নয়, ওই বিজ্ঞাপন থেকে যে অর্থ তিনি রোজগার করেছেন, তা দান করবেন বলেও জানান অভিনেতা। পাশাপাশি ভবিষ্যতে যে কোনও ধরনের কাজের ক্ষেত্রে তিনি সবকিছু খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন বলে জানান আক্কি। তামাকের বিজ্ঞাপন থেকে অক্ষয় যখন নিজেকে সরিয়ে নেন, সেই সময় অভিনেতার পুরনো একটি বিজ্ঞাপনের ছবি ভাইরাল হয়। যেখানে অক্ষয়ের হাতে সিগারেট দেখা যায়।

পুরনো ওই বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে জ্বলন্ত সিগারেট হাতে দেখা যায় বলে সেই ছবি নিয়ে অনেকে কটাক্ষ করেন। যদিও বলিউডের 'খিলাড়ি কুমার' এ বিষয়ে এখনও পালটা কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গেও সারতে পারেন বৈঠক

 

এদিকে তামাকের বিজ্ঞাপন থেকে অক্ষয় কুমার নিজেকে সরিয়ে নেওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন অজয় দেবগণ (Ajay Devgn)। অজয় বলেন, তিনি এলাচের বিজ্ঞাপন করেছেন। অক্ষয় যা করেছেন, সেয়টা তাঁর ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করতে শোনা যায় অজয়কে দেবগণকে। যা নিয়েও ফের একদফা জল্পনা শুরু হয়।