Sushmita Sen: কেন বান্ধবীর ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন? কটাক্ষ সুস্মিতার বিশেষ বন্ধু রোহমানকে
রোহমান যে পুরুষের মতো ব্যবহার করেন, তিনি যে সব সময় বান্ধবীর ব্যাগ না বহন করেন, সে বিষয়ে কটাক্ষ করা হয়।
মুম্বই, ২৪ জুন: নেটিজেনদের (Netizen) কটাক্ষের মুখে পড়লেন সুস্মিতা সেনের (Sushmita Sen) বিশেষ বন্ধু রোহমান শল (Rohman Shawl) । সব সময় সুস্মিতা সেনের ব্যাগ কেন বহন করেন রোহমান শল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
এমনকী, রোহমান যে পুরুষের মতো ব্যবহার করেন, তিনি যে সব সময় বান্ধবীর ব্যাগ না বহন করেন, সে বিষয়ে কটাক্ষ করা হয়। কেউ আবার একজন ধনী মহিলার গরীব বন্ধু বলেও কটাক্ষ করা হয় রোহমনা শলকে। দেখুন...
আরও পড়ুন: COVID 19: করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে, বাড়ছে আতঙ্ক
View this post on Instagram
যদিও কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি সুস্মিতা সেন বা রোহমনা শল। সম্প্রতি রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে গুঞ্জন ছড়ায়। যদিও সুস্মিতা বা রোহমান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।