ছবি ট্যুইটার

ভোপাল, ২৪ জুন: ডেল্টা ভাইরাসে (Delta Plus) Tআক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জ্বয়িন থেকে এমনই একটি খবরে চাঞ্চল্য ছড়াল নতুন করে। রিপোর্টে প্রকাশ, করোনার নয়া প্রজাতি ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উজ্জ্বয়িনের এক মহিলার। জেনোম সিকোয়েন্স থেকে ওই মহিলার মৃত্যুর খবর লিপিবদ্ধ করা হয়েছে।

প্রসঙ্গত মধ্যপ্রদেশে ৫ জন ডেল্টা প্লাসে আক্রান্ত বলে জানানো হয়েছে। যাঁদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকি একজনের কোভিড (COVID 19) টিকা নেওয়া ছিল না। তার জেরেই ওই মহিলার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই মহিলার স্বামীর ভ্যাকসিনের (Corona Vaccine)  পরপর দুটি ডোজ নেওয়া ছিল। তা সত্ত্বেও তিনি করোনায় আক্রান্ত হন বলে খবর।

আরও পড়ুন: Tridha Choudhury: 'বিষাক্ত বিয়ের চেয়ে বিচ্ছেদ ভাল', নিখিলের 'নতুন বন্ধু' ত্রিধার স্টেটাসে জল্পনা

এদিকে মধ্যপ্রদেশের পাশাপাশি মহারাষ্ট্র (Maharashtra), কেরল এবং তামিলনাড়ুতেও করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সংক্রমণ চালাতে শুরু করেছে বলে খবর। যার জেরে দেশের ওই চার রাজ্যে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।