KRK Slams Tweet On Sidharth Malhotra-Kiara Advani?: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা কিয়ারা? KRK-র বিরুদ্ধে জোর সমালোচনা

কে আর কে-র ওই ট্যুইটের পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। কামাল আর খান কি কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রাকেই ইঙ্গিত করলেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি এই ধনের ট্যুইট কেন কামাল আর খান করছেন, তা নিয়েও পালটা সমালোচনা করেন নেটিজেনদের একাংশ।

Sidharth Malhotra, Kiara Advani, KRK (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ ফেব্রুয়ারি: সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra), কিয়ারা আদাবানির (Kiara Advani) রিসেপশনের দিনই বিস্ফোরক ট্যুইট কামাল আর খানের (KRK )। কামাল আর খান অর্থাৎ কে আর কে ট্যুইট করে, বলিউডের নয়া ট্রেন্ড, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার। সূত্রের  মারফৎ খবর, বলিউডে সম্প্রতি যে বিয়ে হল, সেখানেও আগেই সন্তানসভাবা হয়ে পড়েন অভিনেত্রী। কে আর কে-র ওই ট্যুইটের পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। কামাল আর খান কি কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রাকেই ইঙ্গিত করলেন, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। পাশাপাশি এই ধনের ট্যুইট কেন কামাল আর খান করছেন, তা নিয়েও পালটা সমালোচনা করেন নেটিজেনদের একাংশ। কামাল আর খান মানসিক দিক থেকে আরও এগিয়ে যান। এই ধরনের মন্তব্য করবেন না বলে অনেকেই পালটা আক্রমণ করেন তাঁকে।

আরও পড়ুন: Kiara Advani-Sidharth Malhotra Wedding Video: সূর্যগড় প্যালেসে স্বপ্নের বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার, প্রকাশ্যে ভিডিয়ো

প্রসঙ্গত রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আগে সন্তানসম্ভাবা হয়ে পডেন আলিয়া ভাট (Alia Bhatt)। ফলে বিয়ের ৩ মাসের মধ্যেই আলিয়া-রণবীর (Ranbir Kapoor) যখন সুখবর প্রকাশ করেন, তা নিয়ে নানা ধরনের মন্তব্য, পালটা মন্তব্যের পালা শুরু হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানিকে নিয়ে ট্যুইট করে সমালোচনার মুখে কামাল রশিদ খান।



@endif