Siddharth Pithani Arrested: মাদক যোগ, এনসিবির জালে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি
দেখতে দেখতে বছর ঘুরছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Sing Rajput) মৃত্যু৷ ঠিক এসময়ই অভিনেতার মৃত্যুর তদন্তে নয়া মোড়৷ এদিন হায়দরাবাদ থেকে গ্রেপ্তার সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি৷
হায়দরাবাদ, ২৮ মে: দেখতে দেখতে বছর ঘুরছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Sing Rajput) মৃত্যু৷ ঠিক এসময়ই অভিনেতার মৃত্যুর তদন্তে নয়া মোড়৷ এদিন হায়দরাবাদ থেকে গ্রেপ্তার সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি৷ শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র আতস কাচের তলায় ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় সিবিআই। সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল। সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তিনি। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তাঁর। বন্ধুর মৃত্যুর পর তাঁকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিক বার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ। আরও পড়ুন-Mamata Banerjee: শুভেন্দুর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকবেন না মমতা
উল্লেখ্য, গত অক্টোবর মাসে তদন্তের স্বার্থে সুশান্তের পরিচারক নীরজের সঙ্গে দিল্লি গিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, ১৬৪ ধারা অনুযায়ী দু’জনের বয়ান রেকর্ড করবে সিবিআই। নীরজের বয়ান অনুযায়ী সিদ্ধার্থই প্রথম সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন। তবে কি সিদ্ধার্থের গ্রেপ্তারের পরে কী এই মৃত্ু রহস্যের সমাধান খুঁজে পাবে গোয়েন্দরা? সব উত্তরের জন্যই এখন সময়ের অপেক্ষা৷
এদিকে সিদ্ধার্থ পিঠানির গ্রেপ্তারি প্রসঙ্গে এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানান, খুব তাড়াতাড়ি আদালতে তোলা হবে ধৃতকে৷ মাদকযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। অতীতেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি এবং সিবিআই।