Lata Mangeshkar’s Ashes Immersed: নাসিকের রামকুণ্ডে বিসর্জন দেওয়া হল লতা মঙ্গেশকরের অস্থি

প্রয়াত সংগীত শিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) অস্থি (Ashes) বিসর্জন করা হল। পরিবারের সদস্যরা প্রয়াত শিল্পীর অস্থি গোদাবরী নদীর তীরে পবিত্র রামকুন্ডে (Ramkund) বিসর্জন করেছেন। জানা গিয়েছে, নাসিকে গোদাবরী নদীর তীরে সংক্ষিপ্ত ধর্মীয় অনুষ্ঠানে ভাইপো আদিনাথ মঙ্গেশকর, বোন আশা ভোসলে এবং অন্যান্য আত্মীয়রা উপস্থিত ছিলেন।

Lata Mangeshkar. (Photo Credits: Twittter)

নাসিক, ১০ ফেব্রুয়ারি: প্রয়াত সংগীত শিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) অস্থি (Ashes) বিসর্জন করা হল। পরিবারের সদস্যরা প্রয়াত শিল্পীর অস্থি গোদাবরী নদীর তীরে পবিত্র রামকুণ্ডে (Ramkund) বিসর্জন করেছেন। জানা গিয়েছে, নাসিকে গোদাবরী নদীর তীরে সংক্ষিপ্ত ধর্মীয় অনুষ্ঠানে ভাইপো আদিনাথ মঙ্গেশকর, বোন আশা ভোঁসলে এবং অন্যান্য আত্মীয়রা উপস্থিত ছিলেন।

প্রথমে হিন্দু পুরোহিতরা পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। পরে, চিতাভস্ম পবিত্র রামকুন্ডে নিমজ্জিত করা হয়। বলা হয়,  ১৪ বছর বনবাসে থাকার সময় ভগবান রাম এই রামকুণ্ডে প্রতিদিন স্নান করতেন।

অতীতে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, ওয়াই বি চৌহান এবং অন্যান্য বেশ কয়েকজন নেতার অস্থি একই পবিত্র স্থানে বিসর্জন করা হয়েছিল।