Kiara Advani-Sidharth Malhotra Dance Video: সিদ্ধার্থের বাড়িতে গৃহপ্রবেশের পর কিয়ারার নাচ, দেখুন ভিডিয়ো

কিয়ারার সঙ্গে বিয়ের পর আলিয়া ভাট শুভেচ্ছা জানান নবদম্পতিকে। প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা যখন নতুন জীবনে পদার্পণ করলেন, তখন তাঁকে শুভেচ্ছা জানান আলিয়া ভাট। প্রাক্তনের শুভেচ্ছা পেয়ে তাঁকে পালটা ধন্যবাদ জানান সিদ্ধার্থ মালহোত্রাও।

Sidharth Malhotra, Kiara Advani (Photo Credit: Instagram)

দিল্লি, ৯ ফেব্রুয়ারি: সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) দিল্লির (Delhi) বাড়িতে বুধবার ধুমধাম করে গৃহপ্রবেশ হয় কিয়ারা আদবানির (Kiara Advani )। সিদ্ধার্থ মালহোত্রার দিল্লির বাড়িতে ঢোল, তাসা বাজিয়ে, নাচ, গান করে গৃহপ্রবেশ হয় কিয়ারার। সিদ্ধার্থের বাড়িতে প্রবেশ করে তাই ঢোল, তাসার ধুনে নাচতে দেখা যায় কিয়ারা আদবানিকে। সিদ্ধার্থও বনবধূর সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন। সিদ্ধার্থ, কিয়ারার ফ্যান পেজের তরফে সেই ভিডিয়ো শেয়ার করা হয়। যা দেখে ভালবাসায় ভরিয়ে দেন সিদ্ধার্থ, কিয়ারার অসংখ্য অনুরাগী।

 

প্রসঙ্গত কিয়ারার সঙ্গে বিয়ের পর আলিয়া ভাট শুভেচ্ছা জানান নবদম্পতিকে। প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা যখন নতুন জীবনে পদার্পণ করলেন, তখন তাঁকে শুভেচ্ছা জানান আলিয়া ভাট। প্রাক্তনের শুভেচ্ছা পেয়ে তাঁকে পালটা ধন্যবাদ জানান সিদ্ধার্থ মালহোত্রাও।

আরও পড়ুন: Sidharth Malhotra–Kiara Advani Video: সিদ্ধার্থের দিল্লির বাড়িতে ঢোল, তাসা বাজিয়ে নববধূ কিয়ারার গৃহপ্রবেশ, দেখুন ভিডিয়ো

সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে দিয়ে এবার করণ জোহরের স্টুডেন্ট ইয়ার ব্যাচের প্রত্যেকের সংসার হল বলে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে একের পর এক ছবিতে।



@endif