Katrina Kaif: মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ? ভিডিয়ো দেখে জোর জল্পনা

সম্প্রতি বিমানবন্দর থেকে ক্যাটরিনা যখন হেঁটে আসতে শুরু করেন, সেই সময় তাঁর পরণে ছিল সালওয়ার কামিজ এবং দোপাট্টা। যা দেখে অনেকেই তাঁকে অন্তঃসত্ত্বা বলে মন্তব্য করেন।

Katrina Kaif, Vicky Kaushal (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ এপ্রিল:  ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) কি অন্তঃসত্ত্বা? এমন প্রশ্ন এবার ঘোরাফেরা করতে শুরু করেছে পেজ থ্রির পাতায়। ক্যাটরিনার সালওয়ার কামিজ পরা ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি বিমানবন্দর থেকে ক্যাটরিনা যখন হেঁটে আসতে শুরু করেন, সেই সময় তাঁর পরণে ছিল সালওয়ার কামিজ এবং দোপাট্টা। যা দেখে অনেকেই তাঁকে অন্তঃসত্ত্বা বলে মন্তব্য করেন। যদিও ক্যাটরিনা কাইফ বা ভিকি কৌশল (Vicky Kaushal) এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করেননি।

 

 

View this post on Instagram

 

বিয়ের পর ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল দুজনেই ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে খুব কম সময় তাঁরা একসঙ্গে কাটাতে পারছেন বলে খবর। তবে হাতে যেটুকু সময় পাচ্ছেন, তখনই নিজেদের মতো করে বেড়াতে বেরিয়ে পড়ছেন ভিক্যাট।

আরও পড়ুন: Ranbir Kapoor-Alia Bhatt Wedding: রণবীর-আলিয়ার বিয়ে বাতিল? অভিনেত্রীর দাদার কথায় চাঞ্চল্য

ক্যাটরিনা টাইগার থ্রির শ্যুটিং শেষ করার পর ভিকির সঙ্গে সম্প্রতি বেড়াতে যান। তবে তাঁরা কোথায় গিয়েছেন, তা খোলসা করে জানাননি। ইনস্টাগ্রামে যখন ভিক্যাট একের পর এক ছিব শেয়ার করেন, তা দেখে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কথা উঠে আসে।