Kartik Aaryan: সুবিশাল গুজরাটি থালি আগলে কার্তিক আরিয়ান, খাবেন না শুধুই দেখবেন?  

Kartik Aaryan (Photo Credits: Instagram)

মুম্বই, ২৩ ডিসেম্বরঃ এক থালা খাবার সামনে রাখা। হরেক রকম খাবারের পদ দিয়ে সাজানো বিশাল থানাটা। আর সেই সুস্বাদু খাবারের সুবিশাল থালার সামনে দাঁড়িয়ে অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। কিন্তু না এ খাবার তিনি খাবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন।

ছবির কাজের জন্যে এই মুহূর্তে গুজরাটের (Gujarat) ভারদরায় (Vadodora) রয়েছেন কার্তিক আরিয়ান। বৃহস্পতিবার, অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সেই ছবি শেয়ার করেছেন। বিশাল গুজারটি থালির সামনে দাঁড়িয়ে দুহাত ছাড়িয়ে ছবি তুলেছেন কার্তিক। কিন্তু নিজে একটি পদও খাবেন না বলে জানিয়েছেন। ছবি শেয়ার করে লিখেছেন, ‘হাত দেবো না, শুধুই দেখবো’। কড়া ডায়েটের মধ্যে ‘ধামাকা’ (Dhamaka) অভিনেতা। তাই ইচ্ছা থাকলেও জিভে জল আনা এই সুস্বাদু খাবারে তিনি হামলে পড়তে পারবেন না। তাই ইচ্ছা থাকলেও নেই উপায়।

দেখুন থানা ভর্তি খাবারের সামনে কার্তিক আরিয়ানের ছবিঃ

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

 

আসন্ন ছবি ‘সত্যপ্রেম কী কথা’র (Satyaprem Ki Katha) শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তারকা। কিয়ারা আডবানির (Kiara Advani) সঙ্গে ছবিতে জুটিতে দেখা যাবে কার্তিককে। শুরুতে ছবিটির নাম নির্ধারণ করা হয়েছিল ‘সত্যনারায়ণ কী কথা’। ভগবান বিষ্ণুর আর এক নাম সত্যনারায়ণ। সেই কারণে ওই নাম নিয়ে একাধিক মহল থেকে আপত্তি উঠতে শুরু করেছিল। পরে পরিচালক ছবি নাম পরিবর্তন করে ‘সত্যপ্রেম কী কথা’ রেখেছেন। আগামী বছরে মুক্তি পাবে ছবি।

চলতি বছরে মুক্তি পাওয়া কার্তিক-কিয়ারার ‘ভুল ভুলাইয়া টু’ (Bhool Bhulaiyaa 2) দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করেছিল ছবি। বছরের সর্বাধিক হিট ছবি ছিল ‘ভুল ভুলাইয়া টু’।