Kangana Ranaut: কঙ্গনা রানাওতের অফিস ভাঙতে বাধা দেওয়া সাংবাদিকের আগাম জামিন মঞ্জুর করল মুম্বই আদালত, অভিনেত্রীর নামে এফআইআর দায়েরের নির্দেশ বান্দ্রার আদালতের

গত মাসে অফিস কার্যালয় নাগরিক সংস্থা অভিনেত্রী কঙ্গনা রানাওতের অফিস ভেঙে দেওয়ার সময় সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করলে এক টেলিভিশন সাংবাদিককে গ্রেপ্তারের আগেই জামিন মঞ্জুর করেছে মুম্বইয়ের খার এলাকার এক দায়রা আদালত ।

কঙ্গনা রানাওত File Image | (Photo Credits: Instagram)

গত মাসে অফিস কার্যালয় নাগরিক সংস্থা অভিনেত্রী কঙ্গনা রানাওতের (Kangana Ranaut) অফিস ভেঙে দেওয়ার সময় সরকারি কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ দায়ের করলে এক টেলিভিশন সাংবাদিককে গ্রেপ্তারের আগেই জামিন মঞ্জুর করেছে মুম্বইয়ের খার এলাকার এক দায়রা আদালত।

ওই টেলিভিশন সাংবাদিক কঙ্গনার অফিসের বাইরে ১৫, ২০ জনকে টাকার বিনিময়ে ভাড়া করে এনেছিলেন বলে অভিযোগ দায়ের করা হয়েছিল। দলটি স্লোগান দিয়েছিল এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছিল।

আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্ত সংগীত শিল্পী কুমার শানু

তবে আজ আরেকটি খবরও পাওয়া গেছে, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওতের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ মুম্বইয়ের বান্দ্রা আদালতের। কঙ্গনার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

মহম্মদ সাহিল আশরফ আলি সৈয়া নামে এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা আদালতে আর্জি জানান যে, কঙ্গনা টুইটের মাধ্যমে বলিউডে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদ বাঁধানোর চেষ্টা করেন। তাঁর অভিযোগ, কঙ্গনা দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন।

সিআরপিসি-র ধারা ১৫৬ (৩) অনুসারে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। এফআইআরের পর কঙ্গনার জিজ্ঞাসাবাদ হবে এবং তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ মিললে তাঁকে গ্রেফতারও করা হতে পারে।