Jee Le Zaraa: তিন নায়িকা বেরচ্ছেন রোড ট্রিপে, জোরদার শোলগোল বি টাউনে

প্রিয়াঙ্কা, আলিয়া, ক্যাটরিনা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১০ অগাস্ট: দিল চাহতা হ্যায়-এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার নতুন ঘোষণা করলেন পরিচালক ফারহান আখতার। ফারহান জানান, এবার জি লে জারা (Jee Le Zaraa) নামে নতুন একটি ছবি তৈরি করছেন তিনি। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট (Alia Bhatt) স্ক্রিন শেয়ার করবেন। তিন বন্ধুর রোড ট্রিপকে গল্পের আকারে তুলে ধরা হবে এই ছবিতে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে জি লে জারা-র ঘোষণা করেন ফারহান (Farhan Akhtar)। তবে বলিউডের প্রথম সারির যে তিন নায়িকাকে তিনি ছবি তৈরি করবেন ফারহান, তাঁদের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত। তবে প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন বিষয়টির।

আরও পড়ুন: Tripura: তৃণমূলের আত্মবিশ্বাস বাড়ছে ত্রিপুরায়, 'ফুটো মস্তানি' করছে বিজেপি, বিস্ফোরক কুণাল ঘোষ

 

View this post on Instagram

 

পাশাপাশি জি লে জারা দিয়েই প্রিয়াঙ্কা চোপড়া ফের বলিউডে কামব্যাক করছেন বলেও মনে করছেন অনুরাগীরা। দ্য স্কাই ইস পিঙ্ক-এর পর ফের জি লে জারা দিয়ে প্রিয়াঙ্কা বি টাউনে পসার জমাবেন বলে মনে করা হচ্ছে।