Jacqueline Fernandez: বিদেশে অসুস্থ মা, বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জ্যকলিনের মা কিম ফার্নান্ডেজ। অভিনেত্রীর মায়ের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। এখনও তেমনভাবে কিছু জানানো হয়নি।

Jacqueline Fernandez (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ জানুয়ারি: সময়টা খুব একটা ভাল যাচ্ছে না জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর শ্রীলঙ্কান সুন্দরিকে নিয়ে দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়েল যায়। সুকেশের সঙ্গে নাম জড়ানোর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অফিসেও হাজিরা দিতে দেখা যায় জ্যাকলিনকে। এমনকী, তাঁর বিদেশ ভ্রমণও নিষিদ্ধ করে দেওয়া হয়। এসবের মধ্যেই এবার অসুস্থ হয়ে পড়লেন জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিম ফার্নান্ডেজ।

জানা যাচ্ছে, হার্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জ্যকলিনের মা কিম ফার্নান্ডেজ (Kim Fernandez)। অভিনেত্রীর মায়ের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। এখনও তেমনভাবে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে বাহরিনে রয়েছেন বলিউড (Bollywood) অভিনেত্রীর বাবা, মা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন জ্যাকির মা।

আরও পড়ুন:  Coronavirus: ভয়াবহ করোনা সংক্রমণ, আমেরিকায় একদিনে আক্রান্ত ১০ লক্ষের বেশি মানুষ

যদিও মায়ের অসুস্থতার খবরে এবার কি মুম্বই (Mumbai) ছেড়ে জ্যাকলিন বিদেশে যেতে পারবেন! সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।