Jacqueline Fernandez: সুকেশের অপরাধ সম্পর্কে অবগত থেকেও দামি উপহার নিতেন জ্যাকলিন, চার্জশিটে দাবি ইডির

ইডির দাবি, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে গয়য়না, দামি উপহার-সহ একাধিক জিনিস নিয়েছেন জ্যাকলিনের পাশাপাশি অভিনেত্রী আত্মীয়স্বজন এবং বন্ধুরাও বিভিন্ন সময়ে একাধিক সুযোগ সুবিধা নিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করে ইডি।

Jacqueline Fernandez (Photo Credit: Instagram)

মুম্বই,৩১ অগাস্ট: কনম্যান সুকেশ চন্দ্রশেখরের কীর্তি সম্পর্কে অবগত ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। তা সত্ত্বেও অভিনেত্রী সুকেশের কাছ থেকে দামি উপহার নিতে কখনও অস্বীকার করেননি। চার্জশিটে এমনই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুকেশের বেআইনি কাজ কারবার সম্পর্কে অবগত থেকেও জ্যাকলিন ফার্নান্ডেজ কোনও কিছুকে গুরুত্ব দেননি। কনম্যানের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ দামি দামি উপহার নিয়েছেন বলে অভিযোগ ইডির।

ইডির দাবি, সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে গয়য়না, দামি উপহার-সহ একাধিক জিনিস নিয়েছেন জ্যাকলিনের (Jacqueline Fernandez) পাশাপাশি অভিনেত্রী আত্মীয়স্বজন এবং বন্ধুরাও বিভিন্ন সময়ে একাধিক সুযোগ সুবিধা নিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করে ইডি।

আরও পড়ুন: Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপের মামলা, জ্যাকলিন ফার্নান্ডেজকে সমন দিল্লি কোর্টের

এদিকে বুধবার জ্যাকলিন ফার্নান্ডেজকে সমন পাঠায় দিল্লি কোর্ট। ২০০ কোটি তছরুপের মামলায় সমন পাঠানো হয় জ্যাকলিনকে। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বলিউড অভিনেত্রীকে দিল্লি কোর্টে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে।