Kangana Ranaut: 'এখনও সব শেষ হয়নি', ধাকড় মুখ থুবড়ে পড়ার পর মন্তব্য কঙ্গনার
কঙ্গনা বলেন, ২০১৯ সালে মুক্তি পায় 'মণিকর্ণিকা'। যা ১৬০ কোটির ব্যবসা করে বক্স অফিসে। ২০২১ সালে মুক্তি পায় তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ছবি 'থলাইভি'। যা ওটিটি প্ল্যাটফর্মে চলছে।
মুম্বই, ৬ জুন: 'ধাকড়' (Dhaakad) মুক্তির পর থেকে বলিউডে (Bollywood) জোর শোরগোল শুরু হয়েছে। ১০০ কোটির ছবি মাত্র ৩ কোটির ব্যবসা কেন করল, তা নিয়ে কাটাছেড়া চলছে। শুধু তাই নয়, ধাকড় কঙ্গনার (Kangana Ranaut) কেরিয়ারের নবতম ফ্লপ বলেও কটাক্ষ করছেন অনেকে। এসেবর মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
কঙ্গনা বলেন, ২০১৯ সালে মুক্তি পায় 'মণিকর্ণিকা'। যা ১৬০ কোটির ব্যবসা করে বক্স অফিসে। ২০২১ সালে মুক্তি পায় তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ছবি 'থলাইভি'। যা ওটিটি প্ল্যাটফর্মে চলছে। 'ধাকড়' মুক্তির আগে থেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করা হয় তাঁকে নিয়ে। নেগেটিভ রিভিউয়ে ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ। তার প্রভাব ছবি মুক্তির পর পড়েছে বলে মন্তব্য করেন বলিউড নায়িকা।
তবে শত নেগেটিভিটির মধ্যেও তাঁর শো লকআপ ব্লকবাস্টার হয়। ফলে তিনি আশা ছাড়েননি। অর্থাৎ তাঁর কেরিয়ার সেষ বলে যাঁরা কটাক্ষ করছেন, কার্যত তাঁদের একহাত নিলেন কঙ্গনা রানাউত।