Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা? ভাইরাল ভিডিয়ো নিয়ে গুঞ্জন চরমে
ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যাকে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায়। যেখানে অভিনেত্রীর দেখা মেলে ঢিলেঢালা পোশাকে। ঐশ্বর্যকে এ হেন ঢিলেঢালা পোশাক পরতে দেখে তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
মুম্বই, ২০ জুলাই: ঐশ্বর্য রাই বচ্চন কি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা? সম্প্রতি বিমানবন্দরে ঐশ্বর্যর একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা দেখে রাইয়ের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে গুঞ্জন ছড়ায়। ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যাকে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায়। যেখানে অভিনেত্রীর দেখা মেলে ঢিলেঢালা পোশাকে। ঐশ্বর্যকে এ হেন ঢিলেঢালা পোশাক পরতে দেখে তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যদিও অভিনেত্রীর তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বচ্চন পরিবারও মুখে কুলুপ এঁটেছে।
View this post on Instagram
এদিকে করিনা কাপুর খান যৎন লন্ডনে ছুটি কাটাতে যান, তাঁর ছবি নিয়েও জোর জল্পনা শুরু হয়। করিনা তৃতীয়বার মা হচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
আরও পড়ুন: Viral: পরস্ত্রীকে 'আই লাইক ইউ' লেখায় মারধর, অভিযুক্তকে মজার উত্তর পাঞ্জাব পুলিশের
যার উত্তরে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন বেবো। তিনি বলেন, পাস্তা এবং ওয়াইন অত্যধিক খাওয়ার ফলে তাঁকে ওমন লাগছে। করিনার পর এবং ঐশ্বর্য অন্তঃসত্ত্বা কি নাে, তা নিয়ে গু়্জন শুরু হয়েছে নেট জনতার একাংশের মধ্যে।