Hrithik Roshan: হৃতিক রোশনের ঘরে জল চুঁইয়ে পড়ার দাগ, অবাক অনুরাগীদের উত্তর অভিনেতার

অনুরাগীদের ওই মন্তব্য দেখা পালটা মন্তব্য করেন হৃতিক রোশন৷ তিনি বলেন, তিনি আপাতত ভাড়ার ঘরে রয়েছেন৷ শিগগিরই তিনি নতুন বাড়ি কিনবেন৷

Hrithik Roshan (Photo Credit: Hrithik Roshan/Instagram)

মুম্বুই, ১৬ সেপ্টেম্বর: বুধবার মায়ের সঙ্গে ছবি শেয়ার করেন হৃতিক রোশন (Hrithik Roshan)৷ হৃতিকের ওই ছবি দেখে নেটিজেনদের (Netizen) বেশ কয়েকজন ঘরের একটি বিশেষ জায়গা নিয়ে মন্তব্য করেন৷ তাঁরা বলতে শুরু করেন, দেখুন হৃতিকে বাড়ির দেওয়াল থেকে জল চুঁইয়ে পড়ার দাগ সামনে আসছে৷

অনুরাগীদের ওই মন্তব্য দেখা পালটা মন্তব্য করেন অভিনেতা (Actor)৷ তিনি বলেন, তিনি আপাতত ভাড়ার ঘরে রয়েছেন৷ শিগগিরই তিনি নতুন বাড়ি কিনবেন৷ শুধু তাই নয়, ঘরে যদি এমন দু একটি দাগ না থাকে, তা ঠিক করার মজাই আলাদা৷

আরও পড়ুন: Taliban: আফগানিস্তানের ক্ষমতা কার হাতে? ক্রমশ প্রকট হচ্ছে তালিবানের দুই গোষ্ঠীর বিবাদ

দেখুন কী বললেন হৃতিক রোশন...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে ছবি শেয়ার করেন হৃতিক রোশন৷ দীপিকা এবং হৃতিক এবার নতুন প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন বলে খবর৷ হৃতিক এবং দীপিকার ছবি দেখে তাঁদের অনুরাগীরা খুশি হয়ে যান৷