HC Refuses To Stay Streaming Of 'Gunjan Saxena-The Kargil Girl': 'গুঞ্জন সাক্সেনা - দ্য কারগিল গার্ল'-র স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের
'গুঞ্জন সাক্সেনা - দ্য কারগিল গার্ল'-র (Gunjan Saxena - The Kargil Girl) স্ট্রিমিং বন্ধ রাখার নির্দেশ দিল না দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ওই সিনেমায় তাদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে বলে দাবি ভারতীয় বায়ুসেনা (IAF) ও কেন্দ্রের। তাই স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন জানিয়ে তারা দিল্লি হাইকোর্টে মামলা করে। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার আগে কেন আদালতে আবেদন করা হয়নি? তা কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব শাকধর। তিনি বলেছেন যে ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে তাই এখন নিষেধাজ্ঞা চাপানো যাবে না।
নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর: 'গুঞ্জন সাক্সেনা - দ্য কারগিল গার্ল'-র (Gunjan Saxena - The Kargil Girl) স্ট্রিমিং বন্ধ রাখার নির্দেশ দিল না দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ওই সিনেমায় তাদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে বলে দাবি ভারতীয় বায়ুসেনা (IAF) ও কেন্দ্রের। তাই স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন জানিয়ে তারা দিল্লি হাইকোর্টে মামলা করে। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়ার আগে কেন আদালতে আবেদন করা হয়নি? তা কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব শাকধর। তিনি বলেছেন যে ছবিটি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে তাই এখন নিষেধাজ্ঞা চাপানো যাবে না।
কেন্দ্রের প্রতিনিধিত্বকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন মামলার শুনানিতে বলেছেন, সিনেমাটিতে বায়ুসেনার ভুল ছবি তুলে ধরা হয়েছে। কারণ, ছবিতে দেখানো হয়েছে যে বায়ুসেনা লিঙ্গ পক্ষপাতদুষ্ট, যা সঠিক নয়। সব শোনার পর হাইকোর্ট ধর্মা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং নেটফ্লিক্সের জবাব চেয়েছে। আদালত আরও বলেছে যে, প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনাকেও এই মামলাতে অংশ নিতে হবে এবং তাই তাঁকেও নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে। আরও পড়ুন: Gunjan Saxena - The Kargil Girl Movie Review: বায়ুসেনায় ভারতের প্রথম মহিলা পাইলটের বায়োপিকে জাহ্নবী, দেখে নিন মুভি রিভিউ
১২ অগাস্ট ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় অভিনয় করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপূর। ছবির পরিচালনা করেছেন স্মরণ শর্মা। জাহ্নবী কাপূর ছা়ড়াও ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী ও অঙ্গদ বেদী।