Genda Phool Controversy: স্রষ্টার নাম উল্লেখ নেই 'গেন্দা ফুল' ভিডিওতে, বাদশাহর কাছ থেকে ৫ লক্ষ টাকা সাহায্য পেলেন লোকশিল্পী রতন কাহার
স্বস্তির নিঃশ্বাস ফেললেন লোকশিল্পী গায়ক রতন কাহার (Ratan Kahar)। অভাবী এই গায়কের গান চুরি তো হচ্ছিলই, কিন্তু প্রাপ্য মর্যাদাটা তিনি পাচ্ছিলেন না। বাদশাহ (Badshah) ও পায়েল দেবের 'গেন্দা ফুল' (Genda Phool) নিয়ে উঠেছিল নিন্দার ঝড়। তবে এই ঝড় থামল। রতন কাহারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাদশাহ। প্রতিশ্রুতি তিনি পালন করেছেন। রতন কাহারকে ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি। সোমবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানান রতন কাহার।
স্বস্তির নিঃশ্বাস ফেললেন লোকশিল্পী গায়ক রতন কাহার (Ratan Kahar)। অভাবী এই গায়কের গান চুরি তো হচ্ছিলই, কিন্তু প্রাপ্য মর্যাদাটা তিনি পাচ্ছিলেন না। বাদশাহ (Badshah) ও পায়েল দেবের 'গেন্দা ফুল' (Genda Phool) নিয়ে উঠেছিল নিন্দার ঝড়। তবে এই ঝড় থামল। রতন কাহারকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাদশাহ। প্রতিশ্রুতি তিনি পালন করেছেন। রতন কাহারকে ৫ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি। সোমবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে জানান রতন কাহার।
তাঁর ছেলে শিবনাথ কাহার জানিয়েছেন,"সোমবারই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। খুব ভালো লাগছে যে একজন শিল্পী, আরেকজন শিল্পীকে এই সাহায্য করেছে।আমরা ওঁনার কাছে কৃতজ্ঞ। উনি অনেক বড় মনের মানুষ। উনি (বাদশা) যেটা বলেছিলেন, সেই কথা রাখলেন। টাকা পাঠানোর পর আমাদেরকে ফোন করে জানানো হয়, যে পাঠানো হয়েছে। আরও একটা ভালো বিষয়ি উনি (বাদশা) বাবার সঙ্গে একটা গান গাইবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।'' আরও পড়ুন, বাড়িতে নয় হাসপাতালে ফিরে যান, মহিলা চিকিৎসকে করোনা আক্রান্ত সন্দেহে হেনস্তা
রতন কাহার জানিয়েছেন,"বাদশাহ আমার সঙ্গে কথা বলেছেন। ভিডিয়ো কলে আমি ওঁনার সঙ্গে কথা বলেছি। শুক্রবার রাতে ফোন করেছিলেন বাদশাহ। লকডাউন মিটে গেলে সিউড়ি এসে দেখা করবেন। আমার সঙ্গে গান গাওয়ার কথাও জানিয়েছেন। বারবার বলেন, এই লকডাউন না হলে এখনই তিনি আসতেন। আমার নাতি, নাতনি ও মেয়ের জন্য আর্থিক সাহায্য করবেন বলেছেন।"
'গেন্দা ফুল'-এ ভিডিওর ভিউজ প্রায় ১২৬ মিলিয়ন। অর্থ পৌঁছে গেলেও গানের ভিডিওতে স্রষ্টার নাম এখনও উল্লেখ করা হয়নি।