Yami Gautam: আর্থিক জালিয়াতির অভিযোগ, ইডির সমন ইয়ামি গৌতমকে

সম্প্রতি উরি-র পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি। বলিউডিে জৌলুস নয়, একেবারে ঘরোয়া পরিবেশে পাহাড়ের গা ঘেঁষে বসে ইয়ামি-আদিত্যর বিয়ের অনুষ্ঠান।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২ জুলাই: ইয়ামি গৌতমকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর্থিক জালিয়াতির অভিযোগে সমন পাঠানো হয় ইয়ামিকে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ভেঙেছেন ইয়ামি। এমনই অভিযোগে উরি অভিনেত্রীকে সমন পাঠানো হয়। আগামী ৭ জুলাই অভিনেত্রীকে ইডির প্রশ্নের মুখোমুখি হতে হবে বলে খবর। যদিও ইয়ামি (Yami Gautam) এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি উরি-র (Uri) পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি। বলিউডিে জৌলুস নয়, একেবারে ঘরোয়া পরিবেশে পাহাড়ের গা ঘেঁষে বসে ইয়ামি-আদিত্যর বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর বেশ কিছুদিন হিমাচলে থেকে মুম্বইতে ফেরেন তারকা দম্পতি।

আরও পড়ুন:  Kareena Kapoor Khan: করিনার যোগা লুক, কটূক্তির মুখে অভিনেত্রী

মুম্বই বিমানবন্দরে সাদা সালওয়ার কামিজে দেখা যায় ইয়ামি গৌতমকে। বিমানবন্দরে পাপারাৎজির সামনেও পোজ দিতে দেখা যায়নি ইয়ামিকে। মুখে মাস্ক এঁটে শিগগিরই বিমানবন্দর থেকে বেরিয়ে যান ইয়ামি গৌতম এবং আদিত্য ধর।