Dilip Kumar Dies: বুধবার বিকেল ৫টায় শেষকৃত্য, দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা কাছের মানুষদের

করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন দিলীপ কুমার। এরপরই তাঁকে ভর্তি করা হয় পি ডি হিন্দুজা হাসপাতালে। নিউমোনিয়ায় ভুগছিলেন দিলীপ কুমার।

প্রয়াত দিলীপ কুমার, ছবি এএনআই

মুম্বই, ৭ জুলাই: বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে দিলীপ কুমারের (Dilip Kumar) শেষকৃত্য। মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজে বুধবার বিকেল ৫টায় সমাহিত করা হবে দিলীপ কুমারকে। শেষকৃত্যের আগে দিলীপ কুমার, সায়রা বানুর বাসভবনে হাজির হন আত্মীয় পরিজন, বন্ধুরা। সায়রা বানুকে (Saira Banu) স্বান্তনা দেন কাছের মানুষরা।

দেখুন...

 

করোনা পরবর্তী শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেন দিলীপ কুমার। এরপরই তাঁকে ভর্তি করা হয় পি ডি হিন্দুজা হাসপাতালে। নিউমোনিয়ায় ভুগছিলেন দিলীপ কুমার। হাসপাতালের তরফে জানানো হয় এমন খবর।

আরও পড়ুন: Dilip Kumar-Saira Banu Love Story: কিশোরী বয়সের প্রেম, দিলীপ-সায়রার ৫৪ বছরের বিয়ে, রঙিন গল্প হার মানাবে বলিউডকেও

এমনকী, চলতি সপ্তাহেই দিলীপ কুমারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন সায়রা বানু। তবে শেষরক্ষা হল না। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা।

দিলীপ কুমারের মৃত্যুর পর গোটা দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া।



@endif