Deepika Padukone: মহিলাদের নিরাপত্তা দিতে অনলাইন ক্যাব সার্ভিস ব্লু স্মার্ট ক্যাব চালু করতে চলেছেন দীপিকা পাদুকোন
রাস্তায়-ঘাটে মহিলাদের যৌননিগ্রহ (Woman Harassment) নতুন কথা নয়। আর বছর খানেকের হিসেবে এই ধরণের ধর্ষণের তালিকা নজরে আনলে দেখা যাবে রাস্তায় বেরিয়ে চলতি ক্যাবেই (Cab) মহিলাদের হেনস্থার সংখ্যাটা বেশি। আমজনতার পাশাপাশি সেই তালিকায় নাম উঠে এসেছে বহু সেলিব্রিটিরও। তাই ক্যাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবতে এগিয়ে এলেন (Deepika Padukone) স্বয়ং বলিউড ডিভা দীপিকা পাদুকোন৷ খুব শীঘ্রই তিনি চালু করতে চলেছেন অনলাইন ক্যাব সার্ভিস৷ মহিলারা রাতবিরেতে গাড়ি চাইলে, তা অনায়াসে পেয়ে যাবেন এই পরিষেবার হাত ধরে বলেই জানা গিয়েছে৷
মুম্বই, ২০ ডিসেম্বর: রাস্তায়-ঘাটে মহিলাদের যৌননিগ্রহ (Woman Harassment) নতুন কথা নয়। আর বছর খানেকের হিসেবে এই ধরণের ধর্ষণের তালিকা নজরে আনলে দেখা যাবে রাস্তায় বেরিয়ে চলতি ক্যাবেই (Cab) মহিলাদের হেনস্থার সংখ্যাটা বেশি। আমজনতার পাশাপাশি সেই তালিকায় নাম উঠে এসেছে বহু সেলিব্রিটিরও। তাই ক্যাবে মহিলাদের নিরাপত্তা নিয়ে ভাবতে এগিয়ে এলেন (Deepika Padukone) স্বয়ং বলিউড ডিভা দীপিকা পাদুকোন৷ খুব শীঘ্রই তিনি চালু করতে চলেছেন অনলাইন ক্যাব সার্ভিস৷ মহিলারা রাতবিরেতে গাড়ি চাইলে, তা অনায়াসে পেয়ে যাবেন এই পরিষেবার হাত ধরে বলেই জানা গিয়েছে৷
শুধু তাই নয়, ওই ক্যাব সার্ভিসে চালক হিসেবে থাকবেন একজন মহিলা। ওই ক্যাব সার্ভিস ব্লু স্মার্ট ক্যাব। সম্প্রতি ব্লু স্মার্ট ক্যাব সার্ভিস প্রধান পুনিত গয়ালের (Punit Goyal) সঙ্গে যোগাযোগও করেন দীপিকা৷ পুনিত গয়ালের হাত ধরেই নতুন করে ওই ক্যাব সার্ভিস শুরু করতে চলেছেন (Bollywood) অভিনেত্রী৷ ব্যবসা শুরুর আগেই পুনিত গয়ালের সংস্থায় প্রায় ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন দীপিকা বলে খবর। সিনে টকের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন পুনিত৷ তবে রাস্তায় গাড়ি নামানোর আগে দীপিকাকে আরও ৫০ লক্ষ টাকা দিতে হবে বলে জানিয়েছেন পুনিত৷ আরও পড়ুন: Parineeti Chopra: নাগরিকত্ব আইন বিরোধী মন্তব্য করায় 'বেটি বাঁচাও, বেটি পড়াও'-এর ব্র্যান্ড এম্বাসেডর পদ থেকে বাদ পরিনীতি চোপড়া? সত্যিই কি তাই!
অনেক দিন আগে থেকেই ছবি প্রযোজনার কাজও শুরু করেছেন জোর কদমে৷ সম্প্রতি মুক্তি পেয়েছে ছপক (Chappak)৷ পরিচালক মেঘনা গুলজারের (Meghna Gulzar) এই সিনেমার প্রযোজক দীপিকা৷ ছপক-এর পাশাপাশি ৮৩-র সহ প্রযোজক হিসেবেও নাম রয়েছে দীপিকার৷ এবার নিজেকে সম্পূর্ণ অন্য এক ব্যবসায় নিয়োজিত করতে চলেছেন তিনি।