Chhavi Mittal: সহানুভূতি কুড়োচ্ছেন? ক্যানসারের অস্ত্রোপচারের পর অভিনেত্রী ছবি মিত্তলকে কটাক্ষ
যাঁরা বলছেন, সহানুভূতি কুড়নোর জন্য বারবার ইনস্টায় আসছেন, তাঁরা ভুল। কারণ ক্যানসারকে পছন্দ করে তিনি নিজের শরীরে আমন্ত্রণ জানাননি। ক্যানসার নিজে থেকেই তার শরীরে সংক্রমিত হয়েছে বলে মন্তব্য করেন ছবি মিত্তল।
মুম্বই, ৫ জুন: স্তন ক্যানসারের (Cancer) পর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি কারও কাছ থেকে সহানুভূতি চান না। এমনই মন্তব্য করলেন অভিনেত্রী ছবি মিত্তল (Chhavi Mittal)। অভিনেত্রী বলেন, ক্যানসারের অস্ত্রোপচারের পর থেকে তাঁর ছবির নীচে একেকজন এক একরকম মন্তব্য করছেন। বিভিন্ন ধরনের মন্তব্য পড়তে তাঁর ভালই লাগে। তবে যাঁরা বলছেন, সহানুভূতি কুড়নোর জন্য বারবার ইনস্টায় আসছেন, তাঁরা ভুল। কারণ ক্যানসারকে পছন্দ করে তিনি নিজের শরীরে আমন্ত্রণ জানাননি। ক্যানসার নিজে থেকেই তার শরীরে সংক্রমিত হয়েছে বলে মন্তব্য করেন ছবি।
পাশাপাশি যাঁরা এই ধরনের মন্তব্য করে তাঁকে উত্যক্ত করছেন, তাঁরা যাতে শান্তিতে থাকেন, সেই আশাও প্রকাশ করেন ছবি মিত্তল।
View this post on Instagram
ছবিকে যখন একের পর এক মন্তব্যে বিদ্ধ করা হয়, সেই সময় বহু মানুষ তাঁর পাশে দাঁড়ান। এমনকী এই ধরনের অমানবিক মন্তব্যের জবাব দেওয়ার কোনও প্রয়োজন ছবির নেই বলেও মন্তব্য করেন অনেকে।