Kriti Sanon COVID-19 Infected: নিতু কাপুর, বরুণ ধাওয়ানের পর এবার করোনা আক্রান্ত কৃতি শ্যানন, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পজিটিভ রিপোর্ট

করোনা আক্রান্ত অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে নিজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি কৃতি। গত সপ্তাহ পর্যন্ত আসন্ন একটি ছবির শুটিংয়ের কাজে চণ্ডীগড়ে ছিলেন কৃতি শ্যানন ও রাজকুমার রাও। সেলেব ফোটোগ্রাপার ভিরাল ভায়ানি কোভিড-১৯ পজিটিভ লেখা একটি ছবি শেয়ার করেছেন। যেটি পাওয়া গিয়েছে কৃতির ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভায়ানি লিখেছেন, “সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পরে এমন কিছু ঘটলে তাকে দুর্ভাগ্যই বলে। সম্প্রতি চণ্ডীগড় থেকে ফিরেছেন।

কৃতি শ্যানন (Photo Credits: Instagram)

করোনা আক্রান্ত অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে নিজের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এখনও মুখ খোলেননি কৃতি। গত সপ্তাহ পর্যন্ত আসন্ন একটি ছবির শুটিংয়ের কাজে চণ্ডীগড়ে ছিলেন কৃতি শ্যানন ও রাজকুমার রাও। সেলেব ফোটোগ্রাপার ভিরাল ভায়ানি কোভিড-১৯ পজিটিভ লেখা একটি ছবি শেয়ার করেছেন। যেটি পাওয়া গিয়েছে কৃতির ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভায়ানি লিখেছেন, “সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পরে এমন কিছু ঘটলে তাকে দুর্ভাগ্যই বলে। সম্প্রতি চণ্ডীগড় থেকে ফিরেছেন। সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন। এমনকী এক সেকেন্ডের জন্যেও যে মাস্ক খোলেননি তা আগেই আমাদের জানিয়েছেন কৃতি।” আরও পড়ুন-Arvind Kejriwal: কৃষকদের আন্দোলনে সমর্থন জানিয়ে গৃহবন্দি কেজরিওয়াল? অভিযোগ অস্বীকার দিল্লি পুলিশের

এর আগেই “যুগ যুগ জিও” ছবির সেটে করোনা আক্রান্ত হন নিতু কাপুর ও বরুণ ধাওয়ান। তাঁরাও ছবির আউটডোর শুটিংয়ে চণ্ডীগড়ে ছিলেন। বরুণ সোশ্যাল মিডিয়ায় তাঁর সংক্রমণের খবর নিশ্চিতও করেছেন। তাঁর সহ অভিনেত্রী নিতু কাপুর ও পরিচালক রাজ মেহতাও কোভিড পজিটিভ। সোমবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরুণ বলেন, “সুতরাং আমি মহামারীর জমানায় কাজে ফিরেছিলাম। প্রোডাকশন হাউস সমস্তরকম সুরক্ষার বন্দোবস্ত করার পরেও আমি করোনায় আক্রান্ত হলাম। তাই কোভিড-২৯ থাকলে জীবনের কোনও কিছুই আর নিশ্চিত নয়। সুতরাং আরও যত্নবান হোন। এখন মনে হচ্ছে, আমি যদি আরও যত্নবান হতাম। আমি গেট ওয়েল সুন মেসেজ দেখছি আর একই সঙ্গে আমার সুস্থ হওয়ার ইচ্ছে কয়েক গুণ বেড়ে যাচ্ছে। সেজন্য় সবাইকে ধন্যবাদ।”