Jacqueline Fernandez Video: পালটে গেল জ্যাকলিনের চেহারা? ভিডিয়ো দেখে কটাক্ষের বন্যা

জ্যাকলিন ফার্নান্ডেজের নাম যখন ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় জড়িয়ে যায়, সেই সময় ভাইরাল হল অভিনেত্রীর ভিডিয়ো। যেখানে কসমেটিক সার্জারি নিয়ে জ্যকালিন ফার্নান্ডেজ নিজের মত প্রকাশ করেন।

Jacqueline Fernandez (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ ডিসেম্বর: ব্যক্তিগত জীবনে একেবারেই ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিনের নাম জড়িয়ে গিয়েছে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে। জ্যাকলিন ফার্নান্ডেজের নাম যখন ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় জড়িয়ে যায়, সেই সময় ভাইরাল হল অভিনেত্রীর ভিডিয়ো। যেখানে কসমেটিক সার্জারি নিয়ে জ্যকালিন ফার্নান্ডেজ নিজের মত প্রকাশ করেন। কসমেটিক সার্জারি কখনওই করা উচিত নয় বলে জ্যাকলিন যে মন্তব্য করেন, তার বিরুদ্ধে মত প্রকাশ করেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন: Jacqueline Fernandez: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলা, দিল্লি পুলিশের দফতরে জ্যাকলিন ফার্নান্ডেজ

 

View this post on Instagram

 

জ্যাকলিন ফার্নান্ডেজ কসমেটিক সার্জারি নিয়ে যা বলেছেন, তা নিজের জীবনে প্রয়োগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন করেন অনেকে। কেউ আবার বলেন, নিজের শরীরের উপর জ্য়াকলিন কতগুলি অস্ত্রোপচার করিয়েছেন, এবার সেই উত্তর দিন বলেও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজের পুরনো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দেখে শুরু হয়ে যায় কটাক্ষের বন্যা।



@endif