Bigg Boss 17: 'মৃত্যুর আগে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলেন', সুশান্তকে নিয়ে ফের মুখ খেুললেন অঙ্কিতা

অঙ্কিতা যখন সুশান্তের মৃতদেহ দেখেন, তখন মনে হয় এসএসআর যেন ঘুমোচ্ছেন। কোনওভাবেই তিনি ওইদিন সুশান্তের মৃত্যু মেনে নিতে পারছিলেন না বলে মুনাওয়ারকে বলেন অঙ্কিতা।

Ankita Lokhande, Sushant Singh Rajput (Photo Credit: Instagram)

মুম্বই, ২ জানুয়ারি: বিগ বসের (Bigg Boss) ঘরে ফের সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। মুনাওয়ার ফারুকির সঙ্গে কথা বলার সময় অঙ্কিতা বলেন, কোনও কিছু নিয়ে সুশান্তের মন ভেঙে গিয়েছিল। তাঁর মাথায় অনেক কিছু চলছিল। কিন্তু সুশান্ত সে সব ব্যক্ত করতে পারেননি।   অঙ্কিতা যখন সুশান্তের মৃতদেহ দেখেন, তখন মনে হয় এসএসআর যেন ঘুমোচ্ছেন।  কোনওভাবেই তিনি ওইদিন সুশান্তের মৃত্যু মেনে নিতে পারছিলেন না বলে মুনাওয়ারকে বলেন অঙ্কিতা।  তবে কী হয়েছিল সুশান্তের সঙ্গে, সেই বিষয়টি ফের এড়িয়ে যান অঙ্কিতা।  পাশাপাশি সুশান্তের  মৃত্যুর পর বহু মানুষ তাঁকে নানা ধরনের কটূ কথা বলতে শুরু করেন।  সেই কারণে সোশ্যাল  মিডিয়া থেকে তিনি বহু মানুষকে ব্লক করে দেন বলেও জানান অঙ্কিতা লোখন্ডে।

আরও পড়ুন: Ankita Lokhande: অন্য অভিনেত্রীকে সুশান্তের চুম্বন দেখে মাথা ঘুরে যায়, কান্না অঙ্কিতার

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হ. সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। কী কারণে সুশান্তের মৃত্যু হয়, তা আজও ধোঁয়াশা।  সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)।  তবে প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে মুক্তি পান রিয়া।