Bharti Singh Arrested: মাদক যোগে কৌতুক অভিনেতা ভারতী সিংকে গ্রেপ্তার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর
আজ সকালেই কৌতুক অভিনেতা ভারতী সিংয়ের ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Bharti Singh) মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB)। তাদের বাড়ি থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি। সন্ধের দিকে ভারতীকে গগ্রেপ্তার করে এনসিবি।
আজ সকালেই কৌতুক অভিনেতা ভারতী সিংয়ের ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Bharti Singh) মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB)। তাদের বাড়ি থেকে অল্প পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি। সন্ধের দিকে ভারতীকে গগ্রেপ্তার করে এনসিবি।
সংস্থার সূত্র জানায়, ভারতী এবং তাঁর স্বামীর বিরুদ্ধে নিষিদ্ধ পদার্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু তদন্তে মাদক যোগ সামনে আসার পর থেকেই বিভিন্ন বলিউড অভিনেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে এনসিবি, তবে সবটাই মাদক যোগ নিয়ে। ড্রাগস কাণ্ডে এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া এক মাদক বিক্রেতা জেরার সময় ভারতীয় নাম নেন। সেই সূত্র ধরেই এদিন সকালে তাদের বাড়িতে হানা দেয় এনসিবি। আরও পড়ুন, করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র
এই মাসের শুরুর দিকে অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এরপর তাঁকে এবং তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। ডিমেট্রিএডসকে দু'দিন ধরে (মোট ১২ ঘন্টা) জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অর্জুন রামপালকে গত সপ্তাহে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও রামপাল তিনি বলেন, "আমি তদন্তে পুরোপুরি সহযোগিতা করছি। মাদকের সঙ্গে আমার কোনও যোগসূত্র নেই। আমার বাড়িতে পাওয়া ওষুধটি ডাক্তারের প্রেসক্রিপশনেই ছিল। সেটা তদন্তকারীদের দেওয়া করা হয়েছে।"
এনসিবি এর আগেও পল বার্টেল নামে একজন অস্ট্রেলিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছিল। গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাজিসিওলোস ডিমেট্রিয়াডেসকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে আসে। বৃহস্পতিবার বার্টেলকে জামিন পেয়েছে। এর আগে এনসিবি চলচ্চিত্র নির্মাতা ফিরোজ নদিয়াদওয়ালাকে তলবও করেছিল। একদিন আগে তার স্ত্রী শাবানা সইদদকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তকারীরা অভিযানের সময় মুম্বাইয়ের জুহুতে শাবানার বাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে বলে জানা গেছিল। পরে জামিনে মুক্তি পেয়েছেন শাবানা।