Bell Bottom: লারা যেন ইন্দিরা, 'বেল বটমের' লুকে চমকে দিলেন অভিনেত্রী

বেল বটমে লারা দত্তের লুক দেখে ট্যুইটারে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। এই সিনেমার জন্য লারা যেভাবে নিজেকে পালটে ফেলেছেন, তা দেখে অবাক অনেকেই।

লারা দত্ত, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৩ অগাস্ট: 'বেল বটমে' (Bell Bottom) লারা দত্তের লুক দেখে চমকে ওঠেন নেটিজেনরা। লারা দত্ত (Lara Dutta) যেভাবে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) লুকে হাজির হয়েছেন, তা দেখে অনেকেই চমকে উঠেছেন। শুধু তাই নয়, লারা দত্তের লুক নিয়ে নেটিজেনদের (Netizen) মধ্যে জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে।

দেখুন...

 

বেল বটমে লারা দত্তের লুক দেখে ট্যুইটারে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। এই সিনেমার জন্য লারা যেভাবে নিজেকে পালটে ফেলেছেন, তা দেখে অবাক অনেকেই।

আরও পড়ুন: Yo Yo Honey Singh: গার্হস্থ্য হিংসার অভিযোগ, হানি সিংয়ের বিরুদ্ধে থানায় স্ত্রী

প্রসঙ্গত বেল বটমের ট্রেলার প্রকাশ্যে আসার পর অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানাতে শুরু করেন বলিউড তারকারা। অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে বরুণ ধাওয়ান কিংবা হৃতিক রোশন, অক্ষয় কুমারের বেল বটমের লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রত্যেকে।