Karisma Kapoor: দ্বিতীয়বার বিয়ে করছেন করিশ্মা কাপুর? দেখুন নায়িকার উত্তর
সম্প্রতি রণবীর কাপুর, আলিয়া ভাটের বিয়েতে কলিরা হাতে পান করিশ্মা। যা নিয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন। করিশ্মার সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়। সেসব বিষয়ে মুখ খোলেননি নায়িকা।
মুম্বই, ২৯ এপ্রিল: করিশ্মা কাপুর (Karisma Kapoor) কি আবার সাতপাকে বাঁধা পড়বেন? ৯-এর দশকের প্রথম সারির অভিনেত্রীকে এমন প্রশ্ন করেন তাঁর এক অনুরাগী। অনুরাগীর ওই প্রশ্নে এক শব্দ ব্যবহার করে উত্তর দেন অভিনেত্রী। তিনি আবার বিয়ে করবেন কি না, তা নির্ভর করছে বলে জানান লোলো। দেখুন কী উত্তর দিলেন করিশ্মা কাপুর...
সম্প্রতি রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়েতে কলিরা হাতে পান করিশ্মা। যা নিয়ে তিনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন। করিশ্মার সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শুরু হয়। সেসব বিষয়ে মুখ খোলেননি নায়িকা। তবে এবার এক অনুরাগী করিশ্মাকে বিয়ে নিয়ে সরাসরি প্রশ্ন করতেই তিনি এক শব্দে সেই উত্তর দেন।
আরও পড়ুন: Power Crisis: তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিপর্যয়, দেশজুড়ে বাতিল ২৪০টি ট্রেন
প্রসঙ্গত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে এবং সংসারের পর বিচ্ছেদ হয়ে যায় করিশ্মা কাপুরের। সঞ্জয় কাপুর এবং করিশ্মা কাপুরের ২ সন্তান রয়েছে। ২ সন্তানকে নিয়ে বর্তমানে জীবনযাপন করিশ্মার।