Aryan Khan: আরিয়ানের মুক্তির খবর পেতেই মন্নতের সামনে হনুমান চালিশা পাঠ শাহরুখ ভক্তের

শাহরুখ পুত্র জেল থেকে বের হতেই মন্নতের সামনে বসে হনুমান চালিশা পড়তে শুরু করেন এসআরকে-র এক অনুরাগী। গেরুয়া বসন পরে মন্নতের সামনে বসে হনুমান চালিশা পড়তে শুরু করেন ওই ব্যক্তি।

Aryan Khan, SRK Fan (Photo Credit: Instagram)

মুম্বই, ৩০ অক্টোবর: শনিবার সকালে মুম্বইয়ের (Mumbai)  আর্থার রোড জেল থেকে জামিনে মুক্ত পান আরিয়ান খান (Aryan Khan)। আর্থার রোড জেল থেকে আরিয়ানের মুক্তির খবর পেতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ে। শাহরুখ (Shah Rukh Khan) পুত্র জেল থেকে বের হতেই মন্নতের সামনে বসে হনুমান চালিশা পড়তে শুরু করেন এসআরকে-র (SRK) এক অনুরাগী। গেরুয়া বসন পরে মন্নতের সামনে বসে হনুমান চালিশা পড়তে শুরু করেন ওই ব্যক্তি। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায়।

দেখুন শাহরুখ ভক্তের কীর্তি....

 

 

View this post on Instagram

 

৩ অক্টোবর গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। প্রমোদতরীর রেভ পার্টি থেকে চরস সমেত আরিয়ানকে পাকড়াও করা হয় বলে দাবি করে এনসিবি। গ্রেফতারির ২৮ দিন পর এবার জেল থেকে মুক্তি পেলেন শাহরুখ পুত্র।

আরও পড়ুন:  Mamata Banerjee: ''আচ্ছে দিনের নাম করে দেশকে শেষ করছে বিজেপি'', গোয়ায় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

জামিন পাওয়ার পর শুক্রবারই জেল থেকে বেরনোর কথা ছিল আরিয়ান খানের। আরিয়ানকে নিতে জেলে হাজির হন শাহরুখ পুত্রের জামিনদার জুহি চাওলাও। তবে কাগজপত্রের বেশ কিছু কাজ বাকি থাকায়, শেষ পর্যন্ত শুক্রবার মুক্তি পাননি আরিয়ান খান।