Aryan Khan Drug Case: 'শহারুখের জন্যই নিশানা করা হচ্ছে আরিয়ানকে', বিস্ফোরক অভিযোগ
শত্রুঘ্ন সিংহার অভিযোগ, ধর্মকে হাতিয়ার করে, অনেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজন করতে চাইছেন। যা একেবারেই অনুচিত। যাঁরা এই দেশে বসবাস করেন, তাঁরা প্রত্যেকের ভারতের নিজের সন্তান বলে দাবি করে গলা ফাটান কংগ্রেস নেতা।
মুম্বই, ১৪ অক্টোবর: আরিয়ানকে (Aryan Khan) নিশানা করা হয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্য। সেই কারণেই শাহরুখ খানের গ্রেফতারির পর তাঁর হয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির তেমন কাউকে গলা ফাটাতে দেখা যাচ্ছে না। সবাই ভাবছে, আরিয়ানের মাদক মামলা শাহরুখের নিজস্ব বিষয়। তাই কেউ সেভাবে আরিয়ানের হয়ে গলা ফাটাচ্ছে না। এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন সিংহার (Shatrughan Sinha) অভিযোগ, ধর্মকে হাতিয়ার করে, অনেকেই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজন করতে চাইছেন। যা একেবারেই অনুচিত। যাঁরা এই দেশে বসবাস করেন, তাঁরা প্রত্যেকের ভারতের নিজের সন্তান। তাই এভাবে বিভাজন করা একেবারেই উচিত নয় বলে দাবি করেন শত্রুঘ্ন সিনহা।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: জেলের খাবার কিছুই খাচ্ছেন না আরিয়ান, বিস্কুট খেয়েই দিন কাটছে শাহরুখ পুত্রের
এদিকে আরিয়ান খানের ফোন থেকে বেশ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ করা হয় এনসিবির (NCB) তরফে। এমনকী মাদক কেনা এবং পাচারের সঙ্গেও আরিয়ানের যোগসূত্র পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করা হয়েছে এনসিবির তরফে।