Aryan Khan Drug Case: আপাতত জেলেই থাকছেন, আজও জামিন পেলেন না শাহরুখ তনয় আরিয়ান খান

মুম্বই ক্রুজ মামলায় আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে। আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস করতে বদ্ধপরিকর এনসিবি। সেই কারণে আরিয়ান খান-কে যদি জামিন দেওয়া হয়, তাহলে তদন্তে বাধা পড়তে পারে। এমন দাবিতেই আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবি।

Aryan Khan Drug Case Adjourned For Tomorrow (Photo Credit: Twitter/ANI/Instagram)

মুম্বই, ২৬ অক্টোবর:  আজও জামিন পেলেন না আরিয়ান খান (Aryan Khan)। বম্বে হাইকোর্টের তরফে আরিয়ান খান মাদক মামলার শুনানি আজকের মতো স্থগিত করে দেওয়া হয়। বুধবার ফের এই মামলার শুনানি হবে বলে বম্বে হাইকোর্টের তরফে জানানো হয়।

 

মুম্বই (Mumbai) ক্রুজ মামলায় আন্তর্জাতিক মাদক (Drug) চক্রের যোগ রয়েছে।  আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস করতে বদ্ধপরিকর এনসিবি।  সেই কারণে আরিয়ান খান-কে যদি জামিন দেওয়া হয়, তাহলে তদন্তে বাধা পড়তে পারে। নিজের প্রভাব খাটিয়ে আরিয়ান খান এই মামলার সাক্ষী এবং প্রমাণ ওলটপালট করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে এনসিবির তরফে আরিয়ানের জামিনের আবদেনের বিরোধিতা করা হয়।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: জামিন পেলে প্রভাবিত করতে পারেন তদন্ত প্রক্রিয়া, আরিয়ানের মুক্তিতে তীব্র আপত্তি এনসিবির

আরিয়ানের পাশাপাশি অনন্যা পান্ডেকে (Ananya Panday) ফের এনসিবির সামনে হাজিরা দিতে হবে কি না, জিজ্ঞাসাবাদের জন্য, সে বিষয়ে কিছু জানা যায়নি এখনও।