Aryan Khan Drug Case: জামিন খারিজ হতেই আরিয়ানের বন্ধুকে জেরার জন্য অফিসে নিয়ে গেল এনসিবি
মাদক মামলায় ধৃত মুনমুন ধমেচার আইনজীবী কাশিফ আলি দেশমুখ জানান, তাঁর মক্কেল নির্দোষ৷ মুনমুন ওই প্রমোদতরীর যে ঘরে ছিলেন, সেখানে এনসিবি তল্লাশি চালানোর ৫ মিনিট আগে হাজির হন তিনি৷
মুম্বই, ৪ অক্টোবর: আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান খান (Aryan Khan), আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচারা এনসিবি হেফাজতে থাকবেন৷ সোমবার মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়৷ আদালতের নির্দেশের পর সোমবার সন্ধ্যায় আরবাজ শেঠ মার্টেন্টকে (Arbaz Merchant) নিজেদের অফিসে নিয়ে যায় এনসিবি৷ প্রমোদতরী থেকে মাদক উদ্ধার কাণ্ডে পরবর্তী তদন্তের জন্যই আরবাজ শেঠ মার্চেন্টকে এনসিবি (NCB) দফতরে নিয়ে আসা হয়৷
এদিকে মাদক মামলায় ধৃত মুনমুন ধমেচার আইনজীবী কাশিফ আলি দেশমুখ জানান, তাঁর মক্কেল নির্দোষ৷ মুনমুন ওই প্রমোদতরীর যে ঘরে ছিলেন, সেখানে এনসিবি তল্লাশি চালানোর ৫ মিনিট আগে হাজির হন তিনি৷ মুনমুনের সঙ্গে প্রমোদতরীর ওই ঘরে আরও ২ জন ছিলেন, তাঁদের কেন গ্রেফতার করা হল না বলে প্রশ্ন তোলেন কাশিফ আলি দেশমুখ৷ পাশাপাশি গোয়াগামী (Goa) ওই প্রমোদতরীতে মুনমুন ধমেচাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই তিনি সেখানে গিয়েছিলেন বলে দাবি তাঁর আইনজীবীর৷
আরও পড়ুন: Aryan Khan Drug Case: মাদক মামলায় মিলল না জামিন, ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে শাহরুখ পুত্র
এদিকে আরিয়ানের জামিনের জন্য সতীশ মানশিন্ডের মতো দাপুটে আইনজীবীকে নিয়োগ করেন শাহরুখ খান৷ মানশিন্ডে দাবি করেন, আরিয়ান আমন্ত্রিত হয়ে ওই প্রমোদতরীর পার্টিতে গিয়েছিলেন৷ তাঁর কাছে ওই প্রমোদতরীর কোনও বোর্ডিং পাস ছিল না৷ ছিল না কোনও টিকিটও৷ সতীশ মানশিন্ডের জোরদার সওয়াল জবাবের পরও আজ জামিন পাননি আরিয়ান খান৷
অন্যদিকে প্রমোদতরী মামলায় সোমবার বিকেলে ৯ নম্বর গ্রেফতারি সারে এনসিবি৷ গোরেগাঁও থেকে গ্রেফতার করা হয় শ্রেয়স নায়ারকে৷ সোমবার তল্লাশি চালিয়ে এনসিবি ৫ লক্ষ টাকার মাদক উদ্ধার করে বলে খবর৷