Anurag Kashyap: 'মাই টু পিলারস', প্রাক্তন ২ স্ত্রীর সঙ্গে ছবি দিতেই চরম কটাক্ষের মুখে অনুরাগ কাশ্যপ
কেউ 'পহেলিওয়ালি, দুসরিওয়ালি' বলে অনুরাগের ছবি দেখে আক্রমণ করেন, কেউ আবার বলতে শুরু করেন, 'রাবণের চরিত্রে আপনাকে সবচেয়ে ভাল মানাবে'। কেউ আবার 'অনুরাগ কে দো আনমোল রতন' বলেও কটাক্ষ করেন পরিচালককে।
মুম্বই, ১৭ অগাস্ট: 'মাই টু পিলারস' বলে ২ প্রাক্তন স্ত্রীর ছবি শেয়ার করেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। প্রথম স্ত্রী আরতি বাজাজ এবং দ্বিতীয় স্ত্রী কল্কি কেঁকলার (Kalki Koechlin) সঙ্গে হাসিখুশি মুখে অনুরাগ ছবি শেয়ার করতেই, তা নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, আরতি বাজাজ এবং কল্কি কেঁকলার সঙ্গে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকের সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ, তার ইঙ্গিত আগেও দেন অনুরাগ কাশ্যপ। এবার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে, তাঁদের প্রশংসা করতেই, অনুরাগ কাশ্যপকে আক্রমণ করেন নেটিজেনদের একাংশ।
কেউ 'পহেলিওয়ালি, দুসরিওয়ালি' বলে অনুরাগের ছবি দেখে আক্রমণ করেন, কেউ আবার বলতে শুরু করেন, 'রাবণের চরিত্রে আপনাকে সবচেয়ে ভাল মানাবে'। কেউ আবার 'অনুরাগ কে দো আনমোল রতন' বলেও কটাক্ষ করেন পরিচালককে।
আরও পড়ুন: Monkeypox: মাঙ্কিপক্সে সংক্রমিত ৩৫ হাজার, নয়া ভাইরাসের দাপট বাড়তেই চূড়ান্ত সতর্ক WHO
View this post on Instagram
সবকিছু মিলিয়ে আরতি বাজাজ এবং কল্কি কেঁকলার সঙ্গে ছবি শেয়ার করতেই একাধিক আক্রমণের মুখে পড়তে হয় অনুরাগ কাশ্যপকে।