Sushant Singh Rajput Death: 'প্রতিদিনই হুমিক ফোন পাচ্ছি', দাবি সুশান্ত সিং রাজপুতের মরদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালকের
প্রতিদিনই সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ভক্তদের কাছ থেকে হুমকি ফোন পাচ্ছেন। আজ এই দাবি করলেন সুশান্ত সিং রাজপুতের মরদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালক (Ambulance driver)। ১৪ জুন ব্রান্দার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুম্বই ও বিহার পুলিশ মৃত্যুর তদন্ত করছে। যদিও তদন্ত নিয়ে দুই রাজ্যের পুলিশের মধ্যে টানাটানি শুরু হয়েছে।
মুম্বই, ৫ অগাস্ট: প্রতিদিনই সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ভক্তদের কাছ থেকে হুমকি ফোন পাচ্ছেন। আজ এই দাবি করলেন সুশান্ত সিং রাজপুতের মরদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালক (Ambulance driver)। ১৪ জুন ব্রান্দার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মুম্বই ও বিহার পুলিশ মৃত্যুর তদন্ত করছে। যদিও তদন্ত নিয়ে দুই রাজ্যের পুলিশের মধ্যে টানাটানি শুরু হয়েছে।
বিশাল ব্যান্ডগার নাম ওই অ্যাম্বুলেন্স চালক বলেন, 'আমার ভাই এবং আমি বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা দিই। আমরা সুশান্ত সিং রাজপুতের মরদেহও নিয়ে গেছিলাম। সেই থেকেই আমরা হুমকি পাচ্ছি। কলাররা প্রায়ই বাজে ভাষা ব্যবহার করেন এবং তাঁরা অভিযোগ করেছেন যে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় নাকি অভিনেতা বেঁচে ছিলেন। অভিযোগ যে আমরা নাকি সুশান্তকে গলা টিপে মেরে দিয়েছি, তাই ঈশ্বর আমাদের শাস্তি দেবে ও হত্যা করবেন।" আরও পড়ুন: Sushant Singh Rajput Case: সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সলিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
বিশাল জানান, তাঁরা চারটি অ্যাম্বুলেন্সের মালিক। তাদের চারটি যোগাযোগের নম্বর রয়েছে এবং সারা দেশ থেকে প্রতিটি নম্বরে কল আসতে থাকে। হুমকি কলের বিষয়ে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন বিশাল।