Alia Bhatt: একি কাণ্ড! কানের লাল গালিচায় পোজ দেওয়ার সময়ে আলিয়ার গলা থেকে ছিঁড়ে পড়ল হিরের নেকলেস, কীভাবে পরিস্থিতি সামাল দিলেন নায়িকা?

চিত্রসাংবাদিকদের ভিড়ের মাঝে লাল গালিচায় পোজ দেওয়ার সময়ে হঠাৎ করেই চিঁড়ে যায় নায়িকার গলার হিরের নেকলেসটি। তবে এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে কায়দা করে তা সামাল দিলেন 'জিগরা' অভিনেত্রী।

Alia Bhatt's Diamond Necklace Breaks On Cannes 2025 Red Carpet (Photo Credits: X)

সমাপ্ত হয়েছে ৭৮'তম কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2025)। তবে ফ্রান্সের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক শো নিয়ে বরাবরই কৌতূহলী নেটমহল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকারা অংশ নেন এখানে। নামদামী পোশাকশিল্পী কিংবা ব্র্যান্ডের নকশা করা পোশাক পরে কানের লাল গালিচায় (Cannes 2025 Red Carpet) হাঁটেন তারকারা। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক করেছেন বলিউডের এক ঝাঁক তারকা। তালিকায় রয়েছেন শাহরুখ খান (SRK), আলিয়া ভাট (Alia Bhatt), কিয়ারা আডবাণী (Kiara Advani), দিলজিৎ দোসাঞ্জ-সহ (Diljit Dosanjh) আরও অনেকে। শনিবার রাতে কানের শেষ দিনের অনুষ্ঠানে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ঘটে গেল কেলেঙ্কারি কাণ্ড। চিত্রসাংবাদিকদের ভিড়ের মাঝে লাল গালিচায় পোজ দেওয়ার সময়ে হঠাৎ করেই চিঁড়ে যায় নায়িকার গলার হিরের নেকলেসটি। তবে এই পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে কায়দা করে তা সামাল দিলেন 'জিগরা' অভিনেত্রী।

আরও পড়ুনঃ আলিয়া ফ্রান্সে, একরত্তি মেয়ের মন ভোলাতে রাহাকে নিয়ে চার্চে গেলেন রণবীর, দেখুন

কানের শেষ দিনের অনুষ্ঠানে লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড গুচির (Gucci) ডিজাইন করা থ্রি-পিস ড্রেসে লাল গালিচায় হাজির হন সংস্থার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট। পাথরের নিখুঁত কাজ করা নেটের পোশাকে নায়িকার লুক ছিল এক কথায় অনবদ্য। তাঁর সাজকে আরও উজ্জ্বল করেছিল গলার হিরেখচিত নেকপিসটি। আর সেটিই মাঝপথে গণ্ডগোল বাধায়। পোজ দেওয়ার সময়ে টান লেগে কোনভাবে নেকপিসটি আলিয়ার গলা থেকে খুলে যায়। হারটি খুলে আসতেই তা বুঝতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে হাত দিতে তা চেপে ধরেন। আর ঠিক ওই ভাবেই ছবির জন্যে পোজ দেওয়া শুরু করেন আলিয়া। গলায় হাত রেখে হারটি চেপে ধরে একের পর এক পোজ চলে আলিয়ার। উঠতে থাকে দুর্দান্ত সব ছবি।

কানের মঞ্চে আলিয়ার গলা থেকে হিরের নেকলেস ছিঁড়ে পড়লঃ

Alia's necklace broke/unhooked in the middle of red carpet, she handled it really well

byu/Hell_holder11 inBollyBlindsNGossip

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement