‘Bell Bottom’ Becomes the First Film Hits Record Amid Covid-19: করোনায় ছবি শ্যুটিং শেষ করে রেকর্ড গড়লেন অক্ষয় কুমারের 'বেল বটম'
করোনা (Coronavirus) অতিমারির জেরে থমকে গেছিল সিনে দুনিয়া। মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল শ্যুটিং। আবার কোনও ছবির পুরো প্ল্যানিং পিছিয়ে দেওয়া হয়েছিল। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় দিন গুনছিলেন পরিচালক এবং প্রযোজকরা। অবশেষে দীর্ঘ সময় পরে প্রশাসনের তরফে বেশ কিছু শর্ত রেখে সিনেমা তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মেনে দেওয়া হয় ছাড়পত্র। তবে এক্ষেত্রে সিনেমার সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রী কিংবা অন্যান্য সদস্যদের সুরক্ষার দায়িত্বও দেওয়া হয় সিনেকর্তাদের উপরে।
করোনা (Coronavirus) অতিমারির জেরে থমকে গেছিল সিনে দুনিয়া। মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল শ্যুটিং। আবার কোনও ছবির পুরো প্ল্যানিং পিছিয়ে দেওয়া হয়েছিল। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় দিন গুনছিলেন পরিচালক এবং প্রযোজকরা। অবশেষে দীর্ঘ সময় পরে প্রশাসনের তরফে বেশ কিছু শর্ত রেখে সিনেমা তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা মেনে দেওয়া হয় ছাড়পত্র। তবে এক্ষেত্রে সিনেমার সঙ্গে জড়িত অভিনেতা-অভিনেত্রী কিংবা অন্যান্য সদস্যদের সুরক্ষার দায়িত্বও দেওয়া হয় সিনেকর্তাদের উপরে। পড়ুন: Hathras Gangrape: হাথরস যাওয়ার পথে গ্রেফতার রাহুল গান্ধি, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ কংগ্রেস নেতার
অতিমারীর মধ্যেই শ্যুটিং শুরু হয় অক্ষয় কুমারের ছবি বেল বটমের। ছবির শ্যুটিংও প্রায় শেষের পথে। বিশ্বের মধ্যে বেল বটমই প্রথম সিনেমা, যা করোনাভাইরাস অতিমারীর মধ্যেই শ্যুটিং শুরু হয়। ছবির কাস্ট এবং ক্রু সদস্যরা একটি চাটার্ড বিমানে চেপে গ্লাসগো উড়ে যান অগাস্টের প্রথম সপ্তাহে। বাজেটের কথা মাথায় রেখে ডবল শিফটে কাজ করার সিদ্ধান্ত নেন অক্ষয় কুমার। এরপরই ডবল শিফটে অগস্ট থেকে কাজ শুরু হয় ছবির। এরপর মাত্র ২ মাসের মধ্যেই শেষ হল ছবির শ্যুটিং।
বেল বটম ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন বানি কাপুর, লারা দত্ত এবং হুমা কুরেশি। ছবির পরিচালনায় রয়েছেন রঞ্জিত এম তিওয়ারি। পুজা এন্টারটেইনমেন্ট অ্যান্ড ইমা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি। আগামী বছর ২ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।