Akshay Kumar: মা আইসিইউতে, তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন অক্ষয়, অনুরাগীদের ধন্যবাদ আক্কির
অক্ষয় কুমারের মায়ের অসুস্থতার খবরে বি টাউনে যেমন শোরগোল শুরু হয়, তেমনি আক্কির অনুরাগীরাও ব্যস্ত হয়ে ওঠেন। তাঁর মায়ের প্রতি অনুরাগীদের ভালবাসায় কার্যত আপ্লুত অক্ষয়।
মুম্বই, ৭ সেপ্টেম্বর: ব্যস্ত শিডিউলে কাটছাট করে তড়িঘড়ি মুম্বইতে ফরিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়ার শরীর ভাল নেই। মুম্বইয়ের (Mumbai) একটি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফেরেন আক্কি।
অক্ষয় কুমারের মায়ের অসুস্থতার খবরে বি টাউনে (Bollywood) যেমন শোরগোল শুরু হয়, তেমনি আক্কির অনুরাগীরাও ব্যস্ত হয়ে ওঠেন। তাঁর মায়ের প্রতি অনুরাগীদের ভালবাসায় কার্যত আপ্লুত অক্ষয়।
আরও পড়ুন: Nipah Virus Outbreak in Kerala: কেরলে নিপার থাবায় আক্রান্ত ২৫১, কোজিকোড়ে ১১ জনের উপর নজরদারি
নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাঁর অগণিত ভক্তকে এর জন্য ধন্যবাদ জানান অক্ষয়। তিনি বলেন, বর্তমানে তিনি এবং তাঁর পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রত্য়েকের এক একটি প্রার্থনা তাঁর এবং পরিবারকে সত্যিই সাহায্য করবে বলে জানান অভিনেতা।